আশরাফুল আলমঃ
টেকনাফে কোস্ট গার্ড জওয়ানেরা নাফনদীর কেরুনতলী পয়েন্টে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৫ বস্তায় ৪১০ক্যান বিয়ার জব্দ করেছে। সুত্র জানায়, ১২জানুয়ারি (শুক্রবার) রাতের প্রথম প্রহরের দিকে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি স্টেশন টেকনাফ এর জওয়ানেরা গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদর ইউপির নাফনদী সংলগ্ন কেরুনতলী এলাকায় অভিযানে যায়। অভিযান কালীন নাফ নদী সংলগ্ন প্যারাবনের মধ্যে সন্দেহজনক কয়েকজন ব্যক্তির আনাগোনা লক্ষ্য করা যায়।
এসময় কোস্টগার্ড সদস্যরা নদী থেকে তাদেরকে টর্চ লাইট এবং বাঁশির মাধ্যমে থামার সংকেত দিলে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ব্যাক্তিরা দ্রæত লোকালয়ে পালিয়ে যায়। পরে নদী সংলগ্ন প্যারাবনে অভিযান চালিয়ে ৫টি বস্তা উদ্ধার করে তল্লাশীপূর্বক গণনা করে ৪১০ক্যান আন্দামান গোল্ড বিয়ার জব্দ করা হয়।
কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা (লেঃ বিএন) এসএম তাহসিন রহমান জানান,জব্দকৃত বিয়ার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত