জয়পুরহাট জেলার কালাই থানাধীন পুনট এলাকা থেকে ধ*র্ষণ মামলার এজাহার নামীয় আসামী আতিকে কে গ্রেফতার করেছে র্যাব-০৫
ধ*র্ষণ মামলার আসামী আতিকে গ্রেফতার করেছে র্যাব-০৫
র্যাব ফোর্সেস প্রতিষ্ঠালগ্ন থেকে পেশাদারিত্ব, দক্ষতা ও নিষ্ঠার সাথে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, গণ-মানুষের নিরাপত্তা বিধান ও সুরক্ষা নিশ্চিতকরণে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। আইন-শৃঙ্খলা রক্ষায় জনগণের আস্থা ও নির্ভরতার প্রতীক হিসেবে এ বাহিনী মাদক, অস্ত্র, জঙ্গিসহ বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে ইতোমধ্যে জনমনে সুদৃঢ় অবস্থান তৈরিতে সক্ষম হয়েছে। অপরাধ দমনে র্যাব শুধু আভিযানিক প্রক্রিয়ায় সীমাবদ্ধ থাকেনি। ইতোপূর্বে যে সকল জঙ্গি ও জলদস্যুরা নিজেদের ভুল বুঝতে পেরে অন্ধকার জীবন থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চেয়েছে তাদের আত্মসমর্পণ, পুনর্বাসন ও যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ করে দিয়েছে র্যাব।
এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে¡ ০৪ জানুয়ারি ২০২৪ তারিখ ১৯০০ ঘটিকায় জয়পুরহাট জেলার কালাই থানাধীন পুনট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ধ*র্ষণ মামলার এজাহার নামীয় আসামী মোঃ আতিক (১৮), পিতা-মোঃ মাসিদুল ইসলাম, সাং-রাধানগর, থানা-সিংড়া, জেলা-নাটোর কে গ্রেফতার করা হয়।
মামলার বিবরণে জানা যায়, গত ৩০/১২/২০২৩ ইং ১৬০০ ঘটিকায় জৈনকা মোছাঃ জিদনী (৬) কে খাবারের লোভ দেখিয়ে গ্রেফতারকৃত আসামী আতিক তার নিজ শয়ন কক্ষে নিয়ে গিয়ে ধ*র্ষনের চেষ্টার এক পর্যায়ে মোছাঃ জিদনী কৌশলে ঘর থেকে বের হয়ে আসে। এ ঘটনায় সিংড়া থানায় একটি ধর্ষণ মামলা রুজু হলে আসামী আতিক আতœগোপনে চলে যায়।
পরবর্তীতে ০৪/১/২০২৪ তারিখ আসামী আতিক জয়পুরহাটের জেলার কালাই থানাধীন পুনট এলাকায় আতœগোপনে থাকাকালে র্যাব-৫, সিপিসি-৩ এর একটি অভিযানিক দল তাকে গ্রেফতার করে।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে নাটোর জেলার সিংড়া থানায় হস্তান্তর করা হয়েছে।