প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৯:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১১, ২০২৪, ৭:৩৫ অপরাহ্ণ
মায়ের কোলে ঘুমন্ত শিশুকে পিটিয়ে হত্যার দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৪
নেত্রকোণার কলমাকান্দা থানাধীন লক্ষীপুর গ্রামে মায়ের কোলে ঘুমন্ত শিশুকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলার মূলহোতাসহ দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৪, ময়মনসিংহ।*
র্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গি ও সন্ত্রাস, মাদক, অস্ত্র, অপহরণ, হত্যা, নারী নির্যাতন ও ধর্ষণসহ বিভিন্ন প্রকার অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে কাজ করে যাচ্ছে যা দেশের সর্বস্তরের জনসাধারণ কর্তৃক ইতোমধ্যেই বিশেষ ভাবে প্রশংসিত হয়েছে। র্যাব-১৪ এর দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন হত্যা সংক্রান্ত অপরাধ কর্মকান্ড দমনের লক্ষ্যে র্যাব ফোর্সেস অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে হত্যার মত জঘন্য কাজ থেকে সমাজ তথা দেশকে বাঁচাতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এখানে উল্লেখ্য যে, এজাহার পর্যালোচনা এবং স্থানীয় সূত্রে জানা যায়, নেত্রকোণার কলমাকান্দা থানাধীন খারনৈ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের বাদী আব্দুল মালেক ও প্রতিবেশী আসামি হাতেম আলীর মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে বিজ্ঞ আদালতে কয়েকটি মামলা চলমান আছে। ঘটনার দিন ইং ৩১/১২/২০২৩খ্রি. তারিখ দুপুর অনুমান ০১.৩০ ঘটিকার সময় আসামিরা বাদীর বাড়ির দক্ষিণ পাশে পুকুর পাড়ে থাকা বাদীর কলা গাছের ছড়ি কেটে নিয়ে যাওয়ার সময় বাদীর স্ত্রী মোছাঃ মোমেনা খাতুন বাঁধা নিষেধ করেন। এতে আসামিরা ক্ষিপ্ত হয়ে বাদীর স্ত্রীকে গালিগালাজ শুরু করে। একপর্যায়ে, আসামিরা কাঠের রুল দিয়ে বাদীর স্ত্রী মোছাঃ মোমেনা খাতুন এর মাথায় আঘাত করে।
বাদীর স্ত্রীকে আঘাত করাকালে তার কোলে থাকা আড়াই বছরের শিশু ভিকটিম জুনাইদ এর মাথায় আঘাত লাগে। এতে, ভিকটিম শিশু জুনাইদ বমি ও পায়খানা করা শুরু করেন। পরে, শিশু জুনাইদ‘কে হাসপাতালে নেওয়ার সময় ঘটনাস্থলেই মারা যায়। ভিকটিম শিশু জুনাইদ‘কে হত্যার ঘটনায় নেত্রকোণা জেলার কলমাকান্দা থানা এলাকাসহ সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় নিহতের বাবা মোঃ আব্দুল মালেক(৫০),পিতা-মৃত আক্কাছ আলী,সাং-লক্ষীপুর, থানা-কলমাকান্দা, জেলা-নেত্রকোণা গত ৩১ ডিসেম্বর ২০২৩খ্রি. তারিখে এজাহারনামীয় ০৪ জন‘সহ অজ্ঞাতনামা আরো ৩/৪ জন‘কে আসামী করে নেত্রকোণা জেলার কলমাকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। যাহার মামলা নং-১৭, তারিখঃ ৩১/১২/২০২৩খ্রি., ধারাঃ১৪৩/৪৪৭/৩২৩/৩০২/১১৪ পেনাল কোড ১৮৬০। উক্ত ঘটনার পর থেকে আসামিরা তাদের নিজ বাড়ি ত্যাগ করে গা ঢাকা দিয়ে ছদ্মবেশে পলাতক ছিল।
এরই প্রেক্ষিতে, বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে অধিনায়ক র্যাব-১৪, ময়মনসিংহ মহোদয়ের নির্দেশক্রমে র্যাব-১৪, সদর ব্যাটালিয়নের অপারেশনস্ অফিসার উপ-পরিচালক মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে একটি আভিযানিক দল ইং ১১/০১/২০২৪ ইং তারিখে অভিযান পরিচালনা করে নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার কুট্টাকান্দা গ্রাম থেকে ভোর অনুমান ০৪.০০ ঘটিকায় উক্ত মামলার আসামি ১। মোঃ হানিফ মিয়া(২৭), পিতা-মোঃ হাতেম আলী, ২। মোঃ ফারুক মিয়া (২২), পিতা-সিরাজ আলী, উভয় সাং-লক্ষীপুর, থানা-কলমাকান্দা, জেলা-নেত্রকোণা'দেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।
ধৃত আসামিদেরকে নেত্রকোণা জেলার কলমাকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ধরনের অপরাধের বিরুদ্ধে ভবিষ্যতেও র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত