চট্টগ্রাম প্রতিনিধিঃ মো আবদুল লতিফ নাহিদ
এক সময়ের বিএনপি জামাত অধু্যুষিত রাউজানে পঞ্চম বারের মত সংসদ সদস্য নির্বাচিত করেছেন জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরীকে। গতকাল রবিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিশাল ভোটের ব্যবধানে নির্বাচিত করার পর রাউজানবাসি মন্ত্রী পরিষদের দেখতে চায় এ সাংসদকে।
১৯৯৬ সালের নির্বাচনে অল্প ভোটে হারলেও ২০০১ সালে জয়লাভ করে দ্বাদশ সংসদ নির্বাচন পর্যন্ত অপ্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে আওয়ামী লীগের হয়ে আসনটি ধরে রেখেছেন ফজলে করিম চৌধুরী। যার কারণে এবারের নির্বাচনে রেকর্ড ভোটারের উপস্থিতি ও ভোট প্রদানের মাধ্যমে নৌকা প্রতীকের প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরী নির্বাচিত করেন। এতে স্থানীয়রা বলেন, রাউজানবাসি প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ, ফজলে করিমের মত একজন সুযোগ্য নেতা উপহার দেওয়ার জন্য। ১৯৯৯ সনে প্রধানমন্ত্রী কথা বলেছিলেন নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে।
আমরা এ সেই কথা রেখেছি। এত ব্যাপক উন্নয়নও পেয়েছি। কিন্তু দীর্ঘদিন রাউজান মন্ত্রী পায়নি। এবার আমরা ফজলে করিম চৌধুরীর মত একজন সুযোগ্য সংসদ সদস্যকে মন্ত্রী হিসেবে দেখতে চাই। তারা আরো বলেন, ফজলে করিম চৌধুরী এলাকাবাসীর যে কোনো সমস্যা নিয়ে গভীর রাতেও কথা বলতে চাইলে মোবাইল ফোন রিসিভ করেন।
ফজলে করিমের হাত ধরে উপজেলা আওয়ামী লীগ-অঙ্গ সংগঠন অতীতের সব চাইতে সাংগঠনিকভাবে শক্তিশালী এখন। ভবিষ্যতেও তার সুযোগ্য নেতৃত্বের কারণে জামাত-বিএনপি অধ্যুষিত রাউজানে এখন আওয়ামী লীগের দূর্গে পরিণত হয়েছে। সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা যায়, ১৯৭৩ সালের পর সংসদীয় এই আসনটি আওয়ামী লীগের হাতছাড়া হয়ে পড়ে। ১৯৯৬ সাল পর্যন্ত আসনটি অধিকাংশ সময় সালাউদ্দিন কাদের চৌধুরী ও তার ভাই গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর হাতেই ছিল।
২০০১ সালের আওয়ামী লীগ নির্বাচনে ফজলে করিম চৌধুরীর হাত ধরে আসনটি পুনরুদ্ধার করে আওয়ামী লীগ। সেই থেকে দ্বাদশ নির্বাচন পর্যন্ত আসনটি আওয়ামী লীগের হয়ে ঘরে রেখেছেন।এ উপজেলাকে গড়ে তুলেছেন আওয়ামী লীগের দুর্গ হিসেবে। দলীয় নেতাকমীরা মনে করেন- 'নির্বাচনী মাঠে আওয়ামী আওয়ামী লীগের ফজলে করিমের সাথে 'ঠেকা' দেয়ার মতো কেউ যে নেই।
তা দ্বাদশ নির্বাচনেও আবার প্রমাণিত হলো। এতে অন্য চার প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করে তার রেকর্ড বিজয় অর্জন হয়। তিনি দলের ব্যতিক্রম,
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত