এম আবু হেনা সাগর,
ঈদগাঁও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নতুন ভোটারদের মাঝে আনন্দের যেন কমতি নেই। এবার প্রথম বারের মত নিজে ভোটকেন্দ্রে এসে ভোট দিলেন আগামী দিনের প্রতিনিধি নির্বাচনে।
কক্সবাজার তিন আসনের ঈদগাঁও উপজেলার সদর ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রে সকাল থেকেই ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম হলেও বেলা বাড়ার সাথে সাথে আসতে শুরু করেছেন নারী-পুরুষ ভোটারেরা। হালকা শীতে ভোটকেন্দ্র গুলোতে নির্বিঘ্নে নিজ নিজ ভোট দিতে পেরেই খুশি ভোটার সমাজ।
৭জানুয়ারী (রবিবার) সদর ঈদগাঁও ইউনিয়নের মাইজ পাড়া আজিজিয়া নুরুল উলুম মাদ্রাসা, আলমাছিয়া ফাজিল মাদ্রাসা,জালালাবাদের মাইজ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয, ঈদগাঁও দক্ষিণ মাইজ পাড়া সরকারের প্রাথমিক বিদ্যালয়,মেহেরঘোনা জব্বারিয়া আদর্শ দাখিল মাদ্রাসার ভোটকেন্দ্র পরিদর্শনকালে কম বেশি ভোটারদের উপস্থিতি চোখে পড়ে। ভোট কেন্দ্রের বাহিরে ভোটারসহ প্রার্থীদের কর্মী সমর্থকদের আনাগোনা যেন কমতি নেই।
বিভিন্ন কেন্দ্রে ভোটারদের সাথে কথা হলে তারা জানান,শীতের সকালে ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি কম হলেও দুপুরের দিকে ভোটারেরা কেন্দ্রমুখী হচ্ছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে ভোট কেন্দ্র গুলোতে। এসময় নৌকা মনোনীত,স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের দেখা যায়।
উল্লেখ্য,কক্সবাজার সদর-রামু-ঈদগাঁও সংসদীয় ৩ আসনের ঈদগাঁও উপজেলায় ৮৭ হাজার ৭শ ৩৭ ভোট রয়েছে। ৫টি ইউনিয়নে মোট ৩৬টি মত কেন্দ্র রয়েছে। সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। চলবে বিকেল চারটা পর্যন্ত।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত