চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা জেলা প্রশাসন
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এবং যেকোনো ধরনের নাশকতামূলক কার্যক্রমকে প্রতিহত করার লক্ষে অদ্য ০৬.০১.২০২৪ খ্রিঃ বিকাল ০৩:০০ ঘটিকা হতে রাত ০৮:৩০ ঘটিকা পর্যন্ত জেলা প্রশাসন, পুলিশ, বিজিবি, র্যাব ও আনসার ব্যাটালিয়ন এর বিভিন্ন পদমর্যাদার অফিসার ফোর্সের সমন্বয়ে গাড়ীবহর যোগে যৌথ মহড়া অনুষ্ঠিত হয়।
উক্ত যৌথ মহড়ায় জেলা প্রশাসক, পুলিশ সুপার, অধিনায়ক, ৬ বিজিবি; স্কোয়ার্ড কমান্ডার, র্যাব-১২; পরিচালক, ১৪ আনসার ব্যাটালিয়ন, চুয়াডাঙ্গাগণের নেতৃত্বে চুয়াডাঙ্গা শহরের প্রধান প্রধান সড়কে ডমিনেন্স প্যাট্রোলিং শেষে চুয়াডাঙ্গা সদর থানাধীন বহালগাছী সরকারি প্রাথমিক বিদ্যালয়; সরোজগঞ্জ বাজার; মহাম্মদজুম্মা বাজার; কুতুবপুর বাজার মোড়; আশানন্দপুর বাজার; পৌর কলেজ, রাহেলা খাতুন মাধ্যমিক বিদ্যালয়; চুয়াডাঙ্গা একাডেমি মাধ্যমিক বিদ্যালয় এবং আলমডাঙ্গা থানাধীন পারলক্ষীপুর; খসকয়রা বাজার; খেজুরতলা বাজার; গোবিন্দপুর মাদ্রাসাপাড়ায় উপস্থিত ভোটারসহ জনসাধারনের উদ্দেশ্য আগামী ০৭ই জানুয়ারি ২০২৪ খ্রিঃ তারিখে অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাধারণ ভোটারদের সঙ্গে স্থানীয় পরিবেশ ও আইনশৃংখলা পরিস্থিতি নিয়ে কথা বলেন এবং নির্বাচনের দিন উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে এসে নির্বিঘ্নে পছন্দের প্রার্থীকে ভোট প্রদানের আহবান জানান। ভোট প্রদানে বাঁধার সৃষ্টি হলে জাতীয় জরুরি সেবা 999, পুলিশ কন্ট্রোলরুম, সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ/ডিউটি অফিসার, ইউএনও/এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বৃন্দের মোবাইল নাম্বারে অথবা র্যাব, বিজিবি, সেনাবাহিনীর টিম কে তাৎক্ষণিকভাবে জানানোর পরামর্শ প্রদান করেন। যারা এ ক্ষেত্রে বাঁধা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে বলে সাধারণ মানুষদের আশ্বস্ত করেন। এছাড়াও জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয় বলেন,ভোটের দিন ভোট কেন্দ্রসহ বিভিন্ন স্থানে সাদা পোশাকে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ সহ অন্যান্য গোয়েন্দা সংস্থার লোকজনের নজরদারি থাকবে । সর্বশেষ, সার্বিক আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে চুয়াডাঙ্গার আপামর জনসাধারণের সহযোগিতা প্রত্যাশা করেন।
চুয়াডাঙ্গা জেলার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা মহোদয়ের নেতৃত্বে জনাব স্নিগ্ধা দাস, উপজেলা নির্বাহী অফিসার, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গাসহ অন্যান্য সহকারী কমিশনারগন উক্ত মহাড়ায় অংশগ্রহণ করেন।
চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা মহোদয়ের নেতৃত্বে জনাব মোঃ নাজিম উদ্দিন আল আজাদ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্); জনাব শেখ সেকেন্দার আলী, অফিসার ইনচার্জ, চুয়াডাঙ্গা থানা, চুয়াডাঙ্গা; জনাব শেখ গনি মিয়া, অফিসার ইনচার্জ, আলমডাঙ্গা; জনাব ফেরদৌস ওয়াহিদ, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, চুয়াডাঙ্গাসহ ডিবি, চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা থানা পুলিশের টিম অংশগ্রহণ করে।
জনাব সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান, লেফটেন্যান্ট কর্নেল, অধিনায়ক, ৬বিজিবি, চুয়াডাঙ্গা'র নেতৃত্বে বিজিবি'র গাড়ীবহরের টিম অংশগ্রহণ করেন।
জনাব কিশোর রায়, স্কোয়ার্ড কমান্ডার, র্যাব-১২ এর নেতৃত্বে র্যাবের একটি টিম।
জনাব সঞ্জয় চৌধুরী, জেলা কমান্ড্যান্ট, চুয়াডাঙ্গা'র নেতৃত্বে আনসার ব্যাটালিয়নের একটি টিম।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত