নওগাঁ জেলার মহাদেবপুর থানাধীন নির্বাচন কমিশন অফিস এলাকা থেকে ককটেল উদ্ধার করেছে র্যাব-০৫।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জ*ঙ্গী, সন্ত্রাসী, সংঘব*দ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক এবং সিনিঃ এএসপি মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে¡ ০৩ জানুয়ারি ২০২৪ তারিখ ১০৫০ ঘটিকায় নওগাঁ জেলার মহাদবেপুর থানাধীন নির্বাচন কমিশন অফিস এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পরিত্যাক্ত অবস্থায় একটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করে। উল্লেখ্য, সংবাদ পাওয়ার সাথে সাথে র্যাব এর বোম্ব ডিসপোজাল দল ঘটনাস্থলে উপস্থিত হয়। পররর্তীতে র্যাব এর বোম্ব ডিসপোজাল দল ককটেল সদৃশ বস্তুটি কে পরীক্ষা-নিরীক্ষা করতঃ ১৫৩০ ঘটিকায় নওগা জেলার মহাদেবপুর থানাধীন কুঞ্জবন এলাকায় ফাকা মাঠে নিস্ক্রিয় করে।
উপরোক্ত সংবাদ বিজ্ঞপ্তিটি টিভি স্ক্রলে প্রদর্শনের জন্য সকল ইলেকট্রনিকস্ মিডিয়া’কে অনুরোধ করা হলো।