প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ১০:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৬, ২০২৪, ৫:২৬ অপরাহ্ণ
ভোট কেন্দ্রে অগ্নি সংযোগ এবং ককটেল বিস্ফোরণ কর্মকান্ডে জড়িত ০৩ জন গ্রেফতার
ভোট কেন্দ্রে অগ্নি সংযোগ এবং ককটেল বিস্ফোরণ সহ নাশকতামূলক কর্মকান্ডে জড়িত ০৩ জন আসামী গ্রেফতার।
গত ০৫/০১/২০২৪খ্রিঃ তারিখ আনুমানিক রাত ০৮.৩০ ঘটিকার সময় কুমিল্লা মহানগরীর রানীর বাজার টু রামমালা রোডের বিসিক মোড় এলাকার চেম্বার অফ কমার্সের অফিসের সামনে অজ্ঞাতনামা দুস্কৃতিকারীরা মোটর সাইকেল যোগে এসে ০৩টি ককটেল চাজ্ করে। এ সময় ০২টি ককটেল বিস্ফোরিত হয় অপরটি তাজা/অবিস্ফোরিত থাকে। পুলিশের ধাওয়ায় পালিয়ে যাওয়ার সময় দুষ্কৃতিকারীদের ব্যবহৃত নম্বর বিহীন ON TEST লেখা মোটর সাইকেলটি ফেলে যায়।
সম্মানিত পুলিশ সুপার স্যারের নির্দেশনায় তাৎক্ষণিকভাবে কোতয়ালী মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে ০১টি নম্বর বিহীন মোটর সাইকেল ও ০১টি ককটেল জব্দ করে। তদন্তে জানা যায় যে, মোটর সাইকেলটির মালিক আদর্শ সদর উপজেলা ছাত্রদলের যুগা আহবায়ক নাজমুল হাসান কাউছার (২৮), পিতা-আব্দুল মান্নান, সাং-ডুমরিয়া চাঁনপুর, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা। পরবর্তীতে বিভিন্ন তথ্যের ভিত্তিতে মোটর সাইকেলের মালিক আদর্শ সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ১। নাজমুল হাসান কাউছার (২৮) এবং তার সঙ্গীয় ২। শাকিল প্রকাশ সাক্কু (২৫), পিতা-আঃ জলিল, সাং-চাঁনপুর, ৩। সাইমন (২২), পিতা-মোবারক হোসেন, সাং-চাঁনপুর, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পরবর্তী সময়ে জিজ্ঞাসাবাদে আসামীরা স্বীকার করে যে, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তোফায়েল আহাম্মেদ ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল নোমান এর নেতৃত্বে আসামী কাউছার তার মোটর সাইকেল সহ কোতয়ালী মডেল থানাধীন অশোকতলাস্থ বিসিক মোড়ে অবস্থিত চেম্বার অফ কমার্স এর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
ইতোমধ্যে পাচধুরী ইউনিয়নের চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে অগ্নি সংযোগের ঘটনা সংক্রান্তে কোতয়ালী মডেল থানা তদন্ত শুরু করে। গ্রেফতারকৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদ, তথ্য প্রযুক্তির সহায়তায় এবং তাদের সাথে থাকা মোবাইল ফোনের বিভিন্ন এ্যাপস্ ও গ্যালারী বিশ্লেষন করে অগ্নি সংযোগের ঘটনায় তাদের জড়িত থাকার বিষয়ে নিশ্চিত হওয়া যায়।
জিজ্ঞাসাবাদে আরও জানা যায় যে, ভূমির দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তোফায়েল আহাম্মেদ ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সভাপতি নোমান এর নির্দেশনায় একদল দুষ্ণতিকারী কুমিল্লা মহানগরী ও আশ পাশ এলাকার ভোট কেন্দ্রে অগ্নিসংযোগ ও নাশকতা মূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় কুমিল্লা মহানগরীতে গত ০৫/০১/২০২৪ খ্রিঃ তারিখ অনুমান রাত ০৮:৩০ মিনিট থেকে ০৮:৪৫ মিনিটের মধ্যে মোট ৪টি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টিসহ নাশকতামূলক কর্মকান্ড পরিচালনা করে।
গ্রেফতারকৃত আসামী কাউছার তার সহযোগী শাকিল প্রকাশ সাজু (২৫) ও সাইমন। ২২) গত ০৫/০১/২০২৪খ্রি: তারিখ রাত অনুমান ১০.০০ ঘটিকার সময় চানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের একটি কক্ষে অগ্নি সংযোগ করে ভিডিও ধারণ করে ভূমিয়া দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তোফায়েল আহাম্মেদ এর মোবাইলে পাঠায়।
ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নাশকতা এবং ভোটকেন্দ্রে আগুন উভয় ঘটনায় পৃথক ভাবে মামলা দায়ের পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত