আগামী ০৬ জানুয়ারি রাত ১২.০০ টা হতে ০৭ জানুয়ারি রাত ১২.০০ টা পর্যন্ত নিম্নোক্ত যানবাহন (নিম্নোলিখিত ব্যক্তি ও প্রতিষ্ঠান ছাড়া) চলাচলের উপর নিষেধাজ্ঞা থাকবে।
১। ট্যাক্সি ক্যাব
২। পিক আপ
৩। মাইক্রোবাস
৪। ট্রাক
আগামী ০৫ জানুয়ারি ২০২৪ রাত ১২.০০ টা থেকে ০৮ জানুয়ারি ২০২৪ রাত ১২.০০ টা পর্যন্ত মোটর সাইকেল (নিম্নোক্ত উল্লিখিত ব্যক্তি ও প্রতিষ্ঠান ছাড়া) ব্যবহার করা যাবে না।
নিম্নোক্ত ব্যক্তি, প্রতিষ্ঠান এবং সংস্থা এই নিষেধাজ্ঞার বাহিরে থাকবে:
১। আইনশৃক্সখলা রক্ষাকারী বাহিনী
২। স্বশস্ত্র বাহিনী
৩। প্রশাসন
৪। অনুমতিপ্রাপ্ত নির্বাচন পর্যবেক্ষক
★জরুরি সেবার কাজে নিয়োজিত যানবাহন, ঔষধ পরিবহন, স্বাস্থ্য ও চিকিৎসা সংক্রান্ত কাজে ব্যবহৃত দ্রব্যাদি পরিবহনকারী যানবাহন এবং সংবাদপত্র বহনকারী যানবাহন চলাচলের উপর এই নিষেধাজ্ঞা কার্যকর হবেনা।
★নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা বা কর্মচারী অথবা অন্য যেকোন ব্যক্তির জন্য নির্বাচন কমিশনের অনুমোদন সাপেক্ষে মোটরসাইকেল ব্যবহারের অনুমতি থাকবে।
★সাংবাদিক ও পর্যবেক্ষক কর্তৃক অথবা জরুরি কোন কাজে ব্যবহৃত মোটর সাইকেল রিটার্নিং অফিসারের অনুমোদন সাপেক্ষে চলাচলের অনুমতি প্রদান করা হয়েছে।
★প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জন্য ১টি জিপ/কার/মাইক্রোবাস ইত্যাদি ছোট আকৃতির যানবাহন ব্যবহারের অনুমতি প্রদান করা হয়েছে।
★প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনী এজেন্ট (যথাযথ নিয়োগপত্র, পরিচয়পত্র থাকা সাপেক্ষে) এর জন্য ১টি জিপ, কার, মাইক্রোবাস ইত্যাদি ছোট আকৃতির যানবাহন ব্যবহারের অনুমতি প্রদান করা হয়েছে।
উভয় ক্ষেত্রে রিটার্নিং অফিসারের অনুমোদন ও গাড়িতে স্টিকার প্রদর্শন করতে হবে।
★আত্মীয়-স্বজনের জন্য বিমানবন্দরে আসা যাওয়া, বিমানবন্দর হতে যাত্রী বা আত্মীয়-স্বজনসহ নিজ বাসস্থানে অথবা আত্মীয়-স্বজনের বাসায় ফিরে যাওয়ার জন্য ব্যবহৃত যানবাহনের উপর এই নিষেধাজ্ঞা কার্যকর হবেনা। তবে এধরনের যাতায়াতের প্রমাণ হিসেবে বিমানের টিকেট বা অনুরুপ প্রমাণ প্রদর্শন করতে হবে।
★দূরপাল্লায় যাত্রী বহনকারী অথবা দূরপাল্লায় যাত্রী হিসেবে স্থানীয় পর্যায়ে যাতায়াতের জন্য যে কোনো যানবাহন চলাচলের উপর এই নিষেধাজ্ঞা কার্যকর হবেনা।
★জাতীয় মহাসড়ক, বন্দর, আন্তঃজেলা ও মহানগর বাহির এবং প্রবেশের জন্য, গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক ও প্রধান রাস্তার সংযোগ সড়ক বা উক্ত রূপ সকল উপর নিষেধাজ্ঞা কার্যকর হবেনা। এরূপ যাতায়াতের ক্ষেত্রে প্রয়োজনীয় প্রমাণপত্র প্রদর্শন করতে হবে।
তবে স্থানীয় প্রয়োজন ও বাস্তবতার পরিপ্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেটগণ কতিপয় যানবাহনের উপর নিষেধাজ্ঞা আরোপ বা শিথিল করতে পারবেন।