স্টাফ রিপোর্টার
ঈদগাঁও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সদর-রামু-ঈদগাঁও আসনের নৌকা মনোনীত প্রার্থী আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল বনাম জনগনের মনোনীত স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকে ব্যারিস্টার মিজান সাঈদের নির্বাচনী লড়াই জমছে শেষ মুহুর্তে। সাধারণ ভোটারদের মাঝে দেখা দিয়েছে উচ্ছ্বাস। যেখানে যাচ্ছেন সেখানে পাচ্ছে সাড়া।
নির্বাচনের শেষ মুহূর্তে ঈদগাঁও উপজেলা ইসলামপুর,পোকখালী, জালালাবাদ, ইসলামাবাদ ও ঈদগাঁও ইউনিয়নের বিভিন্ন এলাকায় পথসভা,গণসংযোগ,উঠান বৈঠক, ছোট ছোট শোডাউনে নির্বাচনী আমেজে সরগরম করে তুলেছেন নৌকা ও ঈগল প্রতীকের প্রার্থীরা। পাড়া মহল্লা ও গ্রামাঞ্চলে কনকনে শীতকে উপেক্ষা করে বিরামহীন প্রচার প্রচারণা অব্যাহত রেখেছেন প্রার্থীসহ কর্মী ও সমর্থকরা। তবে যেদিকে যান সেদিকেই ভোটারদের উপচেপড়া ভিড় যেন চোখে পড়ার মত।
সবখানে নিরবিচ্ছিন্নভাবে চলছে নৌকা ও ঈগলের কর্মী সমর্থকদের নির্ঘুম প্রচারণা। নির্বাচনের দিনক্ষণ যত ঘনিয়ে আসছে, ততই গণজোয়ার বৃদ্ধি পাচ্ছে। এদিকে নৌকা মনোনীত প্রার্থীর পক্ষে প্রচার প্রচারণায় অংশ নেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদ সহ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি,সাধারণ সম্পাদক ও যুবলীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অন্যদিকে ঈগল প্রতীক পক্ষে অংশ নেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু তালেব,সাবেক চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী,ইউপি সদস্য আবদু রাজ্জাকসহ আরো অনেকে। ঈদগাঁও উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাড়া মহল্লা জুড়ে নির্বাচনী আমেজ চলছে জোরেশোরে। প্রার্থীসহ কর্মী সমর্থক দের প্রচারনা ও মাইকিংসহ পোষ্টার-লিফলেটে সর্বত্র স্থানে সরগরম। উল্লেখ্য, ঈগল প্রতীকের প্রার্থী নতুন মুখ ও হাইকোর্টের আইনজীবী ব্যারিস্টার মিজান সাঈদ। তাঁর বাড়ি ঈদগাঁওয়ে। তিনি বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের কেন্দ্রীয় নেতা ।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত