সাদ্দাম উদ্দীন রাজ নরসিংদী জেলা
রায়পুরায় উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে নৌকার পক্ষে এক জনসভা অনুষ্ঠিত হয়ছে।
আজ (০৩ জানুয়ারি) বিকাল সায়দাবাদ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গন জনসভা জনসমুদ্রে পরিনত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী -৫, রায়পুরা থেকে বার বার নির্বাচিত সাংসদ সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি।
শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান ফোরামের সাধারণ সম্পাদক রিয়াজ মোর্শেদ খান রাসেলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লাইলা কানিজ লাকি, উপজেলা আ.লীগের সিনিয়র সহসভাপতি এড. ইউনুস আলী ভূইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক রাজিব আহমেদ পার্থ, নৌপরিবহন মন্ত্রনালয়ের সাবেক সচিব মনিরুজ্জামান নিসার, উপজেলা চেয়ারম্যান ফোরামের সভাপতি আল-আমিন ভুইয়া মাসুদ, কোষাধ্যক্ষ মঞ্জুর এলাহি , পাড়াতলী ইউপি চেয়ারম্যান ফেরদৌস কামাল জুয়েল, বাঁশগাড়ী ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলম শাহীন, শ্রীনগর ইউনিয়ন আ.লীগের সভাপতি আব্দুল মোতালেব মেম্বার, সাধারণ সম্পাদক মো. ফিরুজ মিয়া প্রমূখ।
বক্তব্যকালে রিয়াজ মোর্শেদ খাঁন রাসেল বলেন রাজু ভাই উন্নয়নের রূপকার হিসেবে চরবাসি বর বেশে বরণ করলেন, আর অন্যদিকে মিজান চৌধুরীকে চরবাসীর উন্নয়ন না করায় বর্জন করেছে,তিনি রায়পুরা উন্নয়নের জন্য নৌকা মার্কায় ভোট চান চরবাসী কাছে।
বক্তাগন রাজু এমপির নেতৃত্বে ব্যাপক উন্নয়ন হওয়ায় তাকে বরবেশে বরণ ও দীর্ঘ ১০বছরে প্রথমে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান হওয়ার পরও এলাকার কোন উন্নয়ন না করাই মিজান চৌধুরীকে বর্জন করেছে বলে মন্তব্য করেন।
এসময় প্রধান অতিথি মেঘনার উপর ব্রীজ নির্মানের অঙ্গীকার ব্যক্ত করেন এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত