র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জ*ঙ্গী, সন্ত্রাসী, সংঘব*দ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে রাজশাহী সহ বিভিন্ন এলাকায় সরবরাহ করত। গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানা যায় যে, উল্লেখিত সময় মাদকের একটি চালান সরবরাহ করা হবে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব এর একটি আভিজানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক বর্নিত স্থানে অবস্থান নিলে একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক হলে মোটরসাইকেল এর গতি রোধ করে। পরবর্তীতে এলাকার নিরপেক্ষ সাক্ষীদের
উপস্থিতিতে তল্লাশি করলে ধৃত আসামীর কোমর থেকে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।অভিযানটি ০১ জানুয়ারি ২০২৪ ইং তারিখ ১৭:০০ ঘটিকায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন সাধুর মোড় এলাকায় অভিযান পরিচালনা করে মাদক সরবরাহের সময় ১। মোঃ খালিদুজ্জামান কাওসার (২৭), পিতা- মোঃ লোকমান হাকিম, মাতা- মোছাঃ পারুল বেগম, সাং- রানীনগর, থানা- চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা- চাঁপাইনবাবগঞ্জ’কে হেরোইন-১০০ গ্রাম, নগদ টাকা-৮০৯৯/-,মোটর সাইকেল-০১টি এবং মোবাইল ফোন-০১টি সহ হাতেনাতে গ্রেফতার করে। উপরোক্ত ঘটনায়
রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
বিশেষ দ্রষ্টব্য: উপরোক্ত সংবাদ বিজ্ঞপ্তিটি টিভি স্ক্রলে প্রদর্শনের জন্য সকল ইলেকট্রনিকস্ মিডিয়া’কে অনুরোধ করা হলো।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত