গত ১/১২/২০২৩ তারিখ কক্সবাজারের চকরিয়া থানার সওদাগর ঘোনায় হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামীদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান পরিচালনাকালে কুখ্যাত সন্ত্রাসী নেজাম ডাকাতের নেতৃত্বে র্যাবের উপর অতর্কিত হামলা, গুলিবর্ষণ, র্যাব সদস্যদের জখম করার ঘটনার অন্যতম প্রধান পরিকল্পনাকারী ও নেতৃত্বদানকারী এবং এ ঘটনায় দায়েরকৃত মামলায় এজাহারভুক্ত ৩নং আসামী রিদওয়ানুল ইসলাম প্রকাশ হিরো’কে কক্সবাজারের চকরিয়া পৌরসভা এবং ৪নং আসামী মোবারক হোসেন ওরফে ছোট্টু’কে কক্সবাজারের চকরিয়া থানাধীন মালুমঘাট এলাকা থেকে র্যাব-১৫ কর্তৃক গ্রেফতার।
র্যাব-১৫, কক্সবাজার দায়িত্বপূর্ণ এলাকার অপরাধ নির্মূলে প্রতিনিয়ত অবদান রেখে চলেছে। দায়িত্বাধীন এলাকা কক্সবাজার ও বান্দরবান জেলায় হত্যা, ধর্ষণ, জঙ্গী, অবৈধ অস্ত্র উদ্ধার, জলদস্যু, ডাকাত, চুরি-ছিনতাই, সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক, অপহরণ ও দেশে বিরাজমান নানাবিধ অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একই সাথে এ সকল অপরাধে দায়েরকৃত মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায়, চকরিয়া থানার মামলা নং-০১/০১, তারিখ ০১/০১/২০২৪ ইং, ধারা-১৪৩/১৮৬/৩৩২/৩৫৩/৩৪ পেনাল কোড ১৮৬০ মোতাবেক ওয়ারেন্টভুক্ত/এজাহারনামীয় দুইজন পলাতক আসামী’কে গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১৫, কক্সবাজার এর গোয়েন্দা তৎপরতা চলমান থাকে। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ০১ জানুয়ারী ২০২৪ তারিখ সকাল অনুমান ০৫.৪০ ঘটিকার সময় র্যাব-১৫, সিপিএসসি’র আভিযানিক দল কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন ডুলহাজার ইউনিয়নের মালুমঘাট এলাকায় অভিযান পরিচালনা করে বর্ণিত মামলার এজাহারভুক্ত ০৪নং আসামী মোবারক হোসেন ছোট্টু (৪০), পিতা-শামসুল আলম, সাং-পালাকাটা এবং পৃথক আরেকটি অভিযানে অদ্য ০১ জানুয়ারী ২০২৪ তারিখ সকাল অনুমান ০৭.১০ ঘটিকার সময় কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন চকরিয়া পৌরসভা এলাকা হতে একই মামলার এজাহারনামীয় ০৩নং আসামী রিদওয়ানুল ইসলাম প্রকাশ হিরো (২৭), পিতা-আহমত কবির নাগু, সাং-ভরা মুহুরী, উভয় চিরিঙ্গা ইউনিয়ন, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার’দ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা নিজেদেরকে বর্ণিত মামলার ওয়ারেন্টভুক্ত এবং এজাহারনামীয় আসামী বলে স্বীকার করে এবং আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে জেলার বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করে আসছিল বলে জানায়। গত ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখ কক্সবাজারের চকরিয়া থানার সওদাগর ঘোনায় হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র্যাবের অভিযান পরিচালনাকালে কুখ্যাত সন্ত্রাসী নেজাম ডাকাতের নেতৃত্বে র্যাবের উপর অতর্কিত হামলা, গুলিবর্ষণ, র্যাব সদস্যদের জখম করার ঘটনার কথাও মর্মে স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীদ্বয় সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত