র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।
জ*ঙ্গী, সন্ত্রাসী, সংঘ*বদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহ*রণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে। গতকাল রোববার (৩১ ডিসেম্বর) সিরাজগঞ্জ জেলার সল*ঙ্গা থানাধীন রামারচর এলাকায় সোহাগ ভাই হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে নাটোর-ঢাকাগামী হাইওয়ে রাস্তার উপর" একটি অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে ১২ লক্ষ ৩০ হাজার শলাকা নকল সিগারেট সহ রুহুল আমিন ইসলাম শুভ (৩০) নামের এক যুবককে আটক করে র্যাব-১২ সদর কোম্পানি, সিরাজগঞ্জ। রুহুল আমিন শুভ রাজশাহী জেলার বোয়ালিয়া থানার বালিয়াপুকুর গ্রামের ইউনুস আলীর ছেলে।
র্যাব-১২, সদর কোম্পানি কমান্ডার সিরাজগঞ্জ স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। র্যাব-১২ জানায়, র্যাব-১২, সদর কোম্পানি, সিরাজগঞ্জ এর কোম্পানি কমান্ডার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে, নাটোর হতে ঢাকাগামী ০১টি কাভার্ড ভ্যানযোগে ০১ জন ব্যক্তি বিভিন্ন ব্র্যান্ডের নকল সিগারেট বহন করে সিরাজগঞ্জের দিকে আসছে।
উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে ৩১ ডিসেম্বর ২০২৩ খ্রি. ২০.৩০ ঘটিকায় "সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন রামারচর এলাকায় সোহাগ ভাই হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে নাটোর-ঢাকাগামী হাইওয়ে রাস্তার উপর" একটি অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করা হয়। চেকপোষ্ট চলাকালিন উপরোক্ত স্থানে ০১টি কাভার্ড ভ্যান যার রেজিষ্ট্রেশন নম্বর ঢাকা-মেট্রো-ড- ১২-৪৪২৭ আসতে দেখে সংকেত দিয়ে থামানো হয় এবং ঘটনাস্থল থেকে রুহুল আমিন ইসলাম শুভ (৩০), পিতা- ইউনুস আলী, সাং-বালিয়াপুকুর, থানা-বোয়ালিয়া, জেলা-রাজশাহীকে আটক করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে যে কাভার্ড ভ্যানের পেছনে ৬২টি কাগজের কার্টুনে ১২ লক্ষ ৩০ হাজার শলাকা নকল ডার্বি ও স্টার ব্রান্ডের সিগারেট আছে।
এছাড়াও তার সাথে থাকা নকল সিগারেট বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি মোবাইল ফোন, ০২টি সিম কার্ড এবং নগদ ১২,০০০ টাকাসহ ০১টি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে নকল সিগারেটের চালান সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় কাভার্ড ভ্যানযোগে তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
পাশাপাশি আগামী ০৭ জানুয়ারি ২০২৪ তারিখে অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কেন্দ্রিক সহিংসতা রোধে অবৈধ অস্ত্র উদ্ধার ও অবৈধ অস্ত্র ব্যবসায়ীদের আইনের আওতায় নিয়ে আসতে নিয়মিত অভিযানের পাশাপাশি সন্ত্রাসীদের গ্রেপ্তারে র্যাব-১৫ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত