ঈদগাঁও কক্সবাজারের বাঁকখালী নদীর উপর কস্তুরা ঘাট- খুরুশকুলের নির্মিত নতুন সেতুটি খুললো।
এতে আরেক বিনোদন কেন্দ্রের দ্বার উন্মোচিত হলো।সেতুটি খুলে দেওয়া পরপরই অসংখ্য দর্শনার্থীর ভীড় যেন চোখে পড়ার মতো। নতুন এই সেতুকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দিপনা দেখা দিল স্থানীয় কিংবা দূরদূরান্তের পর্যটকদের মাঝে। ২০২৩ সালের শেষ ও ২০২৪ সাল শুরুর আগেই জনগনের জন্য উন্মুক্ত করা হয় দৃষ্টিনন্দনও নজরকাঁড়া এ সেতু।
সেতুটির ফলে নতুন করে চাঙ্গা হবে কক্সবাজারের অর্থনীতি।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুটি উদ্বোধনের দেড় মাস পর খুলে দেয়া হল। ৩১শে ডিসেম্বর দুপুর থেকে বৈকালিক সময়ে বিভিন্ন এলাকার নরনারী দর্শনার্থীরা সেতুটি একনজর দেখতে আসেন।
কেউ স্বপরিবারে, কেউ বন্ধুদের নিয়ে আবার কেউবা একা আসেন সেতু দেখতে। হাটার পাশাপাশি উঠতি প্রজন্মের তরুনরা মোটরসাইকেল কিংবা অপরাপর যানবাহনে করে সেতুটির এপার ওপার পার হতেও চোখে পড়ে। ঈদগাঁওর বাসিন্দা রেহেনা আকতার জানান, সেতুটি পার হওয়ার মধ্য দিয়ে স্বপ্ন বাস্তবায়ন হলো।
এমনি অযোগ্য স্থানে সেতু হবে সেটা কল্পনাও করেননি কেউ। অসম্ভবকে সম্ভবে পরিনত করলো প্রধানমন্ত্রী। গৌবরে যেন পদ্মফুল। পর্যটকদের দাবী, দৃষ্টিনন্দন সেতুতে পুলিশী টহল জোরদার রাখা হোক।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত