ওয়ারেন্টভুক্ত আসামীদের গ্রেফতারী অভিযান পরিচালনাকালে এলাকাবাসী কতৃক র্যাবের উপর অতর্কিত হামলা
র্যাব-১৫, কক্সবাজার দায়িত্বপূর্ণ এলাকার অপরাধ নির্মূলে প্রতিনিয়ত অবদান রেখে চলেছে। দায়িত্বাধীন এলাকা কক্সবাজার ও বান্দরবান জেলায় হত্যা, ধর্ষণ, জঙ্গী, অবৈধ অস্ত্র উদ্ধার, জলদস্যু, ডাকাত, চুরি-ছিনতাই, সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক, অপহরণ ও দেশে বিরাজমান নানাবিধ অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একই সাথে এ সকল অপরাধে দায়েরকৃত মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় কক্সবাজার জেলার চকরিয়া থানার মামলা নং ২২, তাং ০৮/০৬/২০১৭ ধারা-১৪৩/৪৪৭/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩০২/৩৭৯/৫০৬ (২)/৩৪ পেনাল কোর্ড, জিআর-৩১৪/১৭ (চকরিয়া) এবং জিআর-৪৭৯/২২ মোতাবেক ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী’দের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১৫, কক্সবাজার এর গোয়েন্দা তৎপরতা চলমান থাকে।
একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখ সকাল অনুমান ০৭.০৪ ঘটিকার সময় র্যাব-১৫, সদর কোম্পানীর একটি চৌকস আভিযানিক দল বর্ণিত হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক তিনজন আসামী ১) মোঃ রেজাউল করিম (২৯), ২) নেজাম উদ্দিন (৩৪) এবং ৩) জাহাংগীর আলম’দের আইনের আওতায় নিয়ে আসতে কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন চিরিঙ্গা ইউনিয়নের সওদাগরঘোনা এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় র্যাবের উপস্থিতি বুঝতে পেরে উল্লেখিত ওয়ারেন্টভুক্ত আসামীরাসহ তাদের পরিবার-পরিজন এবং গ্রামের অজ্ঞাত প্রায় এক থেকে দেড় হাজার নারী-পুরুষ একত্রিত হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে র্যাবের আভিযানিক দলের উপর অতর্কিত হামলা করে। এরুপ পরিস্থিতিতে র্যাব পাল্টা আক্রমণ চালালে একত্রিত হওয়া বিভিন্ন বয়সের অসংখ্য লোকজন হতাহত হতে পারে বিবেচনায়, জান-মালের হেফাজত ও সরকারি সম্পত্তির নিরাপত্তা নিশ্চিতকল্পে র্যাব ওয়ারেন্টভুক্ত আসামীদের গ্রেফতার অভিযান বিরত রাখে।
অনুচ্ছেদ-২ এর ঘটনার পরিপ্রেক্ষিতে র্যাবের উপর অতর্কিত হামলা এবং সরকারি কাজে বাধা প্রদান করায় সংশ্লিষ্ট আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন
পাশাপাশি আগামী ০৭ জানুয়ারি ২০২৪ তারিখে অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কেন্দ্রিক সহিংসতা রোধে অবৈধ অস্ত্র উদ্ধার ও অবৈধ অস্ত্র ব্যবসায়ীদের আইনের আওতায় নিয়ে আসতে নিয়মিত অভিযানের পাশাপাশি সন্ত্রাসীদের গ্রেপ্তারে র্যাব-১৫ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।