নির্বাচনকে সামনে রেখে কঠোর নিরাপত্তা ব্যবস্থায় কুষ্টিয়া র্যাব-১২
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৭ জানুয়ারী। নির্বাচনকে সামনে রেখে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে কুষ্টিয়া র্যাব-১২ সিপিসি ১।
নির্বাচনে অনাকাঙ্খিত ঘটনা যেন না ঘটে, জনগনের জনমাল রক্ষার্থে ও নাশকতা এড়াতে দিনরাত ২৪ ঘন্টা ধরে কাজ করে চলছেন তারা। প্রতিনিয়ত বিভিন্ন স্থানে দেওয়া হচ্ছে টহল, সেই সাথে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে র্যাবের পক্ষে চেকপোস্ট বসিয়ে করা হচ্ছে তল্লাশি।
সার্বিক বিষয়ে কথা হয় র্যাব-১২, সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার এম. আবুল হাসেম সবুজ ও স্কোয়াড কমান্ডার সিনিঃ এএসপি কিশোর রায়ের সাথে তারা জানান, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু এবং সুন্দর রাখতে এমন কার্যক্রম অব্যহত থাকবে।
র্যাব-১২, সিপিসি-১ এর স্কোয়াড কমান্ডার সিনিঃ এএসপি কিশোর রায় বলেন, সাধারণ মানুষের পাশে দাড়ানোর জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির সব দিক ঠিক রাখতে আমরা দিন রাত ২৪ ঘন্টা কাজ করে যাচ্ছি।
আমদের কাজ অব্যহত থাকবে। কোম্পানি কমান্ডার লে. কমান্ডার এম. আবুল হাসেম সবুজ বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়ায় আমাদের মূল লক্ষ্য।
র্যাব সবসময় সাধারণ মানুষ ভালো থাক, সুস্থ সুন্দর ভাবে থাকতে পারে যে পরিবেশ রক্ষার্থে কাজ করে। নির্বাচনকে সামনে রেখে আমরা বিশেষ নজরদারি করছি নির্বাচনের পরিবেশে বিঘ্ন না ঘটে কোনভাবেই এজন্য। আমরা নির্বাচনের আগে পরে সবসময় কাজ করি ভবিষ্যতেও আমাদের কাজ চলমান থাকবে।