র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি
সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে
আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, ধর্ষণ, অপহরনসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় সদর কোম্পানি, র্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল অদ্য ইং ২৭ ডিসেম্বর ২০২৩ তারিখ রাত্রী-২২.০০ ঘটিকায় ঘটনাস্থল নঁওগা জেলার নিয়ামতপুর থানাধীন শ্যামপুর (ঝিগাবাড়ী) এলাকা হইতে ১৫০০ লিটার চোলাইমদসহ আসামী ১। সিতেন(২৮), পিতা-মৃত সিধু, ২। স্বপন(২৯), পিতা- শ্রী মঙ্গল তিক্কি, উভয় সাংশ্যামপুর(ঝিগাবাড়ী) ৩। মোঃ মহসিন রেজা (২৭), পিতা- মোঃ মছির উদ্দিন, ৪। মোঃ মোজাম্মেল (৪৫), পিতা-মৃত কেয়ামত, উভয় সাং-লতিফপুর, ৫। রনজিৎ রাজ (৪৫), ৬। সনজিৎ কুমার (২৪), উভয় পিতাসমরা রাজ, উভয় সাং- শ্যামপুর (ঝিগাবাড়ী) , সর্ব থানা-নিয়ামতপুর, জেলা-রাজশাহী গনকে গ্রেফতার করে। উল্লেখ্য যে, উক্ত আসামী গনের মধ্যে ৩নং আসামী৩। মোঃ মহসিন রেজা (২৭), পিতা- মোঃ মছির উদ্দিন,সাং-লতিফপুর,নিয়ামতপুর, জেলা-রাজশাহীর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ১। রাজশাহী এর তানোর থানার এফআইআর নং-২০/১৬১, তারিখ- ২৬ জুন, ২০১৯; জি আর নং-১৬১/১৯, তারিখ- ২৬ জুন, ২০১৯। ধারা৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; ২। নওগাঁ এর নিয়ামতপুর থানার এফআইআর
নং-১/১, তারিখ- ০৯ জানুয়ারি, ২০১৯; জি আর নং-১/১৯, তারিখ- ০৯ জানুয়ারি, ২০১৯ ধারা১৪৩/৪৪৭/৩২৩/৩০৭/৩৭৯/৫০৬/১১৪ পেনাল কোড-১৮৬০ বিচারাধীন রয়েছে। ১৫০০ লিটার চোলাইমদ সহ ০৬ জন মাদক কারবারী গ্রেফতার ২। প্রাথমিক জিজ্ঞাসাবাদের উক্ত গ্রেফতারকৃত আসামীগনকেঅবৈধ মাদকদ্রব্য চোলাইমদ সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করলে তাহার জানায় যে, দীর্ঘদিন যাবৎ চোলাইমদ প্রক্রিয়াজাত করে বিক্রয় করিয়া আসিতেছিল।
গ্রেফতারকৃত উক্ত আসামীগনকে আইনগত র্যাব গ্রহনের জন্য নঁওগা জেলার নিয়ামতপুর থানায় এজাহার মুলে হস্তান্তর করা হয়েছে।
[caption id="attachment_14612" align="alignnone" width="300"] ১৫০০ লিটার চোলাইমদ সহ ০৬ জন মাদক কারবারী গ্রেফতার[/caption]
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত