সাতক্ষীরায় র্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় উদ্ধারকৃত ১৮ টি ককটেল ধ্বংস করা হয়েছে।
বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
পাশাপাশি আগামী ০৭ জানুয়ারি ২০২৪ তারিখে অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কেন্দ্রিক সহিংসতা রোধে অবৈধ অস্ত্র উদ্ধার ও অবৈধ অস্ত্র ব্যবসায়ীদের আইনের আওতায় নিয়ে আসতে নিয়মিত অভিযানের পাশাপাশি সন্ত্রাসীদের গ্রেপ্তারে র্যাব-৬ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে সাতক্ষীরার বাইপাস সড়কের লাবসা মোড়ের ফাঁকা মাঠে উদ্ধারকৃত ককটেলগুলো র্যাব-৬ এর অধিনায়ক লে. ক. ফিরোজ কবিরের উপস্থিতিতে ধ্বংস করা হয়।
পরে সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিংয়ে র্যাব-৬ এর অধিনায়ক লে. ক. ফিরোজ কবির বলেন, 'সোমবার (২৫ ডিসেম্বর) রাতে র্যাবের সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন কালিকাপুর (শেখপাড়া) গ্রামের পাকা রাস্তার পার্শ্বে পরিত্যক্ত অবস্থায় প্লাস্টিকের ব্যাগে কিছু ককটেল উদ্ধার করে।
এ সময় সেখান থেকে ১৮ টি ককটেল উদ্ধার করা হয়।পরবর্তীতে মঙ্গলবার দুপুরে একটি আভিযানিক দল ও র্যাব-৬ খুলনার অভিজ্ঞ বোম ডিসপোজাল টিম উদ্ধারকৃত ১৮ টি ককটেল নিষ্ক্রিয় করে। ককটেলগুলো অত্যন্ত শক্তিশালী গোলাবারুদ দ্বারা তৈরি। যা বিস্ফোরণ হলে যানবাহনে আগুন ধরে যাওয়া এবং আরোহীদের আহত ও নিহত হওয়ার সম্ভাবনা রয়েছে। উদ্ধারকৃত ককটেলগুলো নাশকতার কাজে ব্যবহার হওয়ার সম্ভাবনা ছিল বলে তিনি মনে করেন।
এ বিষয়ে সাতক্ষীরার কালিগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। ডায়েরী নং- ১২১৯, তারিখ- ২৫/১২/২০২৩।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্প কমান্ডার সহকারি পুলিশ সুপার নাজমুল হক। বোম ডিসপোজাল টিম লিডার ডিএডি শামসুল হকসহ ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ।
উদ্ধারকৃত ১৮ ককটেল ধ্বংস র্যাব-৬ এর অধিনায়ক লে. ক. ফিরোজ কবির
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত