প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ১১:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৩, ১১:৪৯ অপরাহ্ণ
৪০ কেজি গাজা ০১ টি পিকআপ সহ ২ মাদক ব্যাবসায়ী গ্রেফতার
*গোপালগঞ্জের কাশিয়ানি হতে ৪০ কেজি গাঁজা ও ০১টি পিকআপসহ ০২ জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৬।*
র্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও সমাজে মাদকের ভয়াল থাবার বিড়ম্বনা রোধকল্পে মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দৃষ্টান্ত স্থাপন করে র্যাব জনগনের বিশ্বাস ও আস্থা অর্জন করে আসছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ইং ২৭/১২/২০২৩ তারিখ সকালে র্যাব-৬, ভাটিয়াপাড়া ক্যাম্প, গোপালগঞ্জ, এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানাধীন ভাটিয়াপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন তায়েবা রেস্টুরেন্ট এর বিপরীত পার্শ্বে যাত্রী ছাউনির সামনে দুইজন ব্যক্তি একটি পিকআপে করে গোপনে মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের জন্য অবস্থান করছে।
উক্ত সংবাদের প্রেক্ষিতে
র্যাব-৬, ভাটিয়াপাড়া ক্যাম্পের আভিযানিক দলটি ঘটনাস্থলে উপস্থিত হলে র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যাবসায়ীরা পালিয়ে যাওয়ার চেষ্টাকালে আসামী ১। মোঃ আমজাদ হোসেন পারভেজ (৩৫), পিতাঃ মৃত: জয়নাল আবেদীন ভূইয়া, গ্রাম- আকছিনা, থানা- কসবা, জেলা- ব্রাহ্মনবাড়িয়া ও আসামী ২। মোঃ মাহাবুর রহমান (২৪), পিতাঃ মোঃ শাহিন মিয়া, গ্রাম- মান্দারপুর, থানাঃ কসবা, জেলা- ব্রাহ্মনবাড়িয়াদ্বয় র্যাবের নিকট আটক হন। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে আসামীদ্বয়ের হেফাজত হতে ব্যবহৃত পিকআপ থেকে ৪০ কেজি গাজা ও গাজা পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ উদ্ধার পূর্বক জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীদ্বয় উক্ত মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীদ্বয়কে গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানায় হস্তান্তর করতঃ আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত