গাংনীতে খ্রীষ্টান সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান শুভ বড়দিন পালিত
খ্রীষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান সারা বিশ্বের ন্যায় মেহেরপুরের গাংনীতে যথাযোগ্য মর্যাদায় শুভ বড়দিন পালিত হচ্ছে। এ উপলক্ষে সোমবার (২৫ ডিসেম্বর) প্রভাত থেকে গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের
নিত্যানন্দপুর, পাকুড়িয়া, জুগিন্দা ও গাংনী পৌর এলাকার চৌগাছায় গীর্জায় গীর্জায় প্রার্থনার মাধ্যমে দিনটির মূল কর্মসূচি শুরু হয়।
পরে দিনব্যাপী খ্রীষ্টান সম্প্রদায়ের মানুষের বাড়ি ও অন্যান্য প্রতিষ্ঠানগুলো নানাভাবে সাজানো হয়।
উৎসব উপলক্ষে উপজেলার নিত্যানন্দপুর গ্রামে বড় পরিসরে মেলার আয়োজন করা হয়। মেলাস্থলে দর্শনার্থীদের উপচেপড়া ভীড় লক্ষ্য করা যায়।
এছাড়াও রাতে সেখানে থাকছে নানা আয়োজন।