নির্বাচনী ক্যাম্পের নিয়ন্ত্রণ নিয়ে মারামারিতে নিহতের ঘটনায় প্রধান আসামি গ্রেফতার
ময়মনসিংহে নির্বাচনী ক্যাম্পের নিয়ন্ত্রণ নিয়ে মারামারিতে নিহতের ঘটনায় মামলার প্রধান আসামি মোঃ ফারুক হোসেন (৪২) কে মামলা রুজু হওয়ার ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে র্যাব-১৪, ময়মনসিংহ।
উল্লেখ্য যে, কোনাপাড়া হোতারবাড়ী মোড় এলাকায় স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল হক শামীমের ট্রাক প্রতীকের পক্ষে একটি ক্যাম্প স্থাপন করা হয়।
এলাকাসী কয়েকজন মিলে সেই ক্যাম্পটি স্থাপন করেন। সেটি নিজেদের নিয়ন্ত্রণে রাখেন রফিকের ছোট ভাই ফারুক হোসেন এবং অপর ভাই ওয়াজ উদ্দিনের ছেলে জাকির হোসেন রাজু ও আরিফুল ইসলাম সাজু। মঙ্গলবার সন্ধ্যার পর সেই ক্যাম্পে যান রফিকুল।
এরপর তাকে সেখান থেকে বেরিয়ে যেতে বলেন ফারুক। এ নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে কিলঘুষি মারলে মাটিতে লুটিয়ে পড়েন রফিকুল। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করে।
র্যাব ফোর্সেস প্রতিষ্ঠালগ্ন থেকে পেশাদারিত্ব, দক্ষতা ও নিষ্ঠার সাথে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, গণ-মানুষের নিরাপত্তা বিধান ও সুরক্ষা নিশ্চিতকরণে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে।
আইন-শৃঙ্খলা রক্ষায় জনগণের আস্থা ও নির্ভরতার প্রতীক হিসেবে এ বাহিনী মাদক, অস্ত্র, জঙ্গিসহ বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে ইতোমধ্যে জনমনে সুদৃঢ় অবস্থান তৈরিতে সক্ষম হয়েছে। অপরাধ দমনে র্যাব শুধু আভিযানিক প্রক্রিয়ায় সীমাবদ্ধ থাকেনি।
ইতোপূর্বে যে সকল জঙ্গি ও জলদস্যুরা নিজেদের ভুল বুঝতে পেরে অন্ধকার জীবন থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চেয়েছে তাদের আত্মসমর্পণ, পুনর্বাসন ও যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ করে দিয়েছে র্যাব।
পাশাপাশি আগামী ০৭ জানুয়ারি ২০২৪ তারিখে অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কেন্দ্রিক সহিংসতা রোধে অবৈধ অস্ত্র উদ্ধার ও অবৈধ অস্ত্র ব্যবসায়ীদের আইনের আওতায় নিয়ে আসতে নিয়মিত অভিযানের পাশাপাশি সন্ত্রাসীদের গ্রেপ্তারে র্যাব-ব্যাটেলিয়ন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।