কাশ্মীরে হাউস বোটে অগ্নিকান্ডে নিহত মাঈনুূ্দীন এর নামাজে জানাজা ও দাফন সম্পন্ন
ভারতের কাশ্মীরে নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে বেড়াতে গিয়ে রাজধানী শ্রীনগরের ডাল লেকে হাউস বোটে গত ১০ নভেম্বর’২৩ দিবাগত রাতের ভোরের দিকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিকভাবে প্রাণ হারাল মাঈনুদ্দীন।
২৩ ডিসেম্বর শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডিএনএ টেস্টের পর সন্ধা ৬টা ১০ মিনিটে মাঈনুদ্দীন এর মরদেহ নিজ বাড়িতে এসে পৌঁছে,
মরদেহ বাড়িতে আনতেই শুরু পরিবারে শোকের মতাম, পরে সন্ধা ৬টা ৩০ মিনিটে কলদপুর ইদ্রিস খাঁন চৌধুরী বাড়ি জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয় পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা।
নিহত মাঈনুদ্দীন রাউজান ৮নং কদলপুর ইউনিয়ন ২নং ওয়ার্ড ইদ্রিচ খান চৌধুরী বাড়ির মোজাফফর হোসেন চৌধুরীর পুত্র মাঈনুদ্দিন চৌধুরী। গর্ণপূর্ত বিভাগের ঠিকাদার ছিলেন মাঈনুদ্দীন। স্ত্রী, দুই সন্তান আয়েশা (১৫) ও মোতাচ্ছিন (১০) কে নিয়ে নগরীর নাসিরা বাদ এলাকায় বাসায় থাকতেন। ২ ই মঙ্গলবার নভেম্বর বেড়াতে ভারতে ছুটে যান। ১১ ই শনিবার নভেম্বর ভারত থেকে তার মৃত্যু সংবাদে পুরো পরিবার ভেঙ্গে পড়ে। পরিবারের একমাত্র ছেলে সন্তানকে হারিয়ে ইদ্রিচ খান চৌধুরী বাড়ি সহ গোটা এলাকা জুড়ে শোকের কালো ছায়া নেমে আসেন।
কাশ্মীরের স্থানীয় সময় ভোর সোয়া পাঁচটার দিকে ডাল লেকের ৯ নম্বর ঘাটের কাছে সাফিনা নামের একটি হাউসবোটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে