জানা যায়, জেলার নাগেশ্বরী থানা-পুলিশের একটি চৌকস টিম গতকাল উপজেলার আলেপের তেপতি এলাকা থেকে ভূরুঙ্গামারীর মালভাঙ্গা গ্রামের মাদক কারবারি মফিজুলকে অটোরিকশায় প্লাস্টিকের কোয়েল পাখির ডিমের খাঁচায় ফিটিং করা অবস্থায় ১০২ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিকশা জব্দ করা হয়।
জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন বলেন, গ্রেপ্তার মাদক কারবারির বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
একজন পুলিশ বাহিনী সে যেখানেই থাকুক না কেন, মানুষ যদি কোন বিপদে পড়ে তাহলে তারা সেখানে উপস্থিত হয়ে যায়। সব পুলিশদের পোশাক থাকে একরকম যাতে বুঝা যায় তারা পুলিশ বাহিনীর সেনা। আমাদের মাঝে এমন অনেক মানুষ রয়েছে যারা পুলিশকে ভয় পায়। পুলিশকে ভয় পাওয়ার কিছু নেই যদি কোন অপরাধ দেখেন তাহলে পুলিশকে খবর দেন।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত