সম্প্রতি ভারত থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণায় সারাদেশে পেঁয়াজের দাম বৃদ্ধি করে দেয় সিন্ডিকেট। কয়দিন ধরে পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে ভোক্তাদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে নানা প্রতিক্রিয়া সৃষ্টি হয়। গেল কদিন কৃত্রিম সংকট তৈরী করে দেশের অন্যান্য এলাকার ন্যায় ঈদগাঁও বাজারে কয়েকটি সিন্ডিকেট রাতারাতি পেঁয়াজের দাম বৃদ্ধি করে ২শত থেকে ২২০ টাকা পর্যন্ত বিক্রি করে আসছিল। এরই মধ্যে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পেঁয়াজের দাম বৃদ্ধি কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলে ১২ই ডিসেম্বর (মঙ্গলবার) সকাল থেকে ঈদগাঁও বাজারে আড়তদাররা কেজিতে ৬০ থেকে ৭০ টাকা করে কমিয়ে ১৫০/ ১৬০ টাকায় বিক্রি করে আসছে।
কয়জন ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা যায়, ভারত থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়ার খবরে হঠাৎ দাম বৃদ্ধি পায়। পূনরায় বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ রপ্তানি করার খবর পেয়ে ১৫০/১৬০ টাকায় নেমে আসে।
সাধারণ ক্রেতারা জানায়,বাজার মনিটরিং না থাকা, ভোক্তা অধিদপ্তরের খামখেয়ালিপনা, উপজেলা প্রশাসনের নিরবতায় ঈদগাঁও বাজারে যে যার মতো করে যেকোন পণ্যের দাম বৃদ্ধি করে দেয়। পূর্ব ঘোষনা ছাড়া নিত্য পন্যের দাম বেড়ে যাওয়াতে খেটে খাওয়া মানুষদের পড়তে হয়েছে চরম বেকায়দায়। পেঁয়াজের পাশাপাশি অন্যন্যা পন্যদ্রব্যের দাম স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের অভিযান জরুরী মনে করেন তারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত