প্রায় দুই কোটি টাকার ভারতীয় পণ্যসহ ডাম্পট্রাক আটক সিলেট ডিবির
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ১ কোটি ৯৪ লাখ ৬৮ হাজার টাকার ভারতীয় পণ্যসহ একটি ডাম্পট্রাক আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বেলা আড়াইটার দিকে মোগলাবাজার থানাধীন শ্রীরামপুর পয়েন্টে চেকপোস্ট করাকালে শাহপরান ব্রিজ অতিক্রম করে শ্রীরামপুর পয়েন্ট অভিমুখী একটি ডাম্পট্রাককে থামানোর জন্য সিগন্যাল দেয় ডিবি।
ট্রাকটি সিগন্যাল অমান্য করে মোগলাবাজার থানাধীন ভগতিপুর আবাসিক এলাকা অতিক্রমকালে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের দক্ষিণ পার্শ্বে ভগতিপুর আবাসিক এলাকার এক নম্বর রোডের মুখে পাকা রাস্তার ওপর ট্রাকটি ফেলে রেখে চালক এবং অজ্ঞাতনামা সহযোগী গ্রামের দিকে দৌড়ে পালিয়ে যান। অজ্ঞাতনামা আসামিদের ফেলে যাওয়া ট্রাকটি তল্লাশি করে ৩ হাজার ৫৮৮টি বিভিন্ন রকমের ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১ কোটি ৭৯ লাখ ৪০ হাজার টাকা। ৩৮২টি শালও উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১৫ লাখ ২৮ হাজার টাকা। একই সঙ্গে একটি ডাম্পট্রাক উদ্ধার করা হয়।
পলাতক আসামির নামে এসএমপির মোগলাবাজার থানায় মামলা করা হয়েছে।
চাঁদপুর নৌ পুলিশের অভিযানে কারেন্ট জাল উদ্ধার, দুই মাদক কারবারিকে গ্রেপ্তার
চাঁদপুরের নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল উদ্ধার করেছেন।
নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে একটি টিম গতকাল মেঘনা নদী ও এর বিভিন্ন শাখায় অভিযান পরিচালনা করে। এ সময় আনুমানিক ৫৩ হাজার ২০০ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়।
উদ্ধার জালের আনুমানিক মূল্য ১৫ লক্ষ ৯৬ হাজার টাকা।
পরে এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এদিকে গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে চার কেজি গাঁজাসহ দুজন মাদক কারবারিকে চাঁদপুর লঞ্চঘাট থেকে গ্রেপ্তার করে নৌ পুলিশের টিম।
আটক দুজনের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।
একজন পুলিশ বাহিনী সে যেখানেই থাকুক না কেন, মানুষ যদি কোন বিপদে পড়ে তাহলে তারা সেখানে উপস্থিত হয়ে যায়।
সব পুলিশদের পোশাক থাকে একরকম যাতে বুঝা যায় তারা পুলিশ বাহিনীর সেনা। আমাদের মাঝে এমন অনেক মানুষ রয়েছে যারা পুলিশকে ভয় পায়।
পুলিশকে ভয় পাওয়ার কিছু নেই যদি কোন অপরাধ দেখেন তাহলে পুলিশকে খবর দেন।