প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৪:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১১, ২০২৩, ৬:৫২ অপরাহ্ণ
মানবাধিকার প্রতিষ্ঠা করায় সার্কের মূল উদ্দেশ্য- মানবাধিকার দিবসে ইঞ্জিনিয়ার আরফান
মোহাম্মদঃ আতিকুল্লাহ চৌধুরী রাউজান
৭৫তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পথচারীদের কম্বল বিতরণ করেছে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তর জেলা।
১০ডিসেম্বর রবিবার বিকেলে হাটহাজারীর স্বনামধন্য একটি রেষ্টুরেন্টে আয়োজিত আলোচনা সভা ও কম্বল বিতরণে প্রধান অতিথি ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তর জেলার প্রতিষ্ঠাতা সভাপতি ও এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আরফান চৌধুরী আপেল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন মানবাধিকার প্রতিষ্ঠা করার আমাদের মূল উদ্দেশ্য। অতীতেও যেখানে মানবাধিকার লঙ্ঘন হয় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কর্মীরা যথাযথ ভূমিকা রেখে এসেছে এবং ভবিষ্যতেও এই ধারা অবহ্যাত থাকবে ইনশাআল্লাহ। সংগঠনের সহ সভাপতি মোহাম্মদ নাছির উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক সাংবাদিক মোহাম্মদ রবিউল হোসেন রবির সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক এডভোকেট এম সাখাওয়াত হোসেন। বক্তব্য রাখেন উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক রবিউল হোসেন চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদিকা রোকেয়া বানু, হাটহাজারী উপজেলার সভাপতি মোহাম্মদ এরশাদ উল্লাহ সিকদার, সহ সভাপতি ইউপি সদস্য মোহাম্মদ মাহিন উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবর উদ্দিন, রাউজান উপজেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ এ আর রাশেদ উদ্দিন, উত্তর জেলার নির্বাহী সম্পাদক মোহাম্মদ মোমিন উদ্দিন।
উপস্থিত ছিলেন উত্তর জেলার যুগ্ম সম্পাদক মুরাদ দিদারুল আলম সুমন, সহ সাংগঠনিক সম্পাদক মহিউল ইসলাম মহিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক কুতুবউদ্দিন জিষার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবু জাফর, রাউজান উপজেলার যুগ্ম সম্পাদক সাহেদ হাসান তালুকদার, হাটহাজারী উপজেলার যুগ্ম সম্পাদক মোহাম্মদ জুয়েলসহ আরো অনেকে। আলোচনা সভা শেষে পথচারীদের কম্বল বিতরণ করেন উপস্থিত অতিথিবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত