প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ১০:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১১, ২০২৩, ৪:৫৯ অপরাহ্ণ
গাংনীতে ১৬’শ৭৬ পিচ ইয়াবাসহ আটক-২
গাংনীতে ১৬'শ৭৬ পিচ ইয়াবাসহ আটক-২
র্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন সময়ে সংঘটিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে যাবে জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।র্যাব-১২ সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, চুরি, ডাকাতি ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে জোরালো তৎপরতা অব্যাহত রেখেছে।
এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় সদর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোঃ ইলিয়াস খান এর নেতৃত্বে।
মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল গ্রামে র্যাবের অভিযানে ইয়াবাসহ দু'মাদক ব্যবসায়ী আটক হয়েছে। সোমবার সকাল ৭টা দিকে তেরাইল বাজারে সিপিসি-৩ মেহেরপুর র্যাব-১২ কোম্পানীর কমান্ডার সহকারি পুলিশ সুপার মনিরুজ্জামানের নেতৃত্বে র্যাবের একটি দল অভিযান চালিয়ে ইয়াবাসহ দু'মাদক ব্যবনায়ীকে আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ীরা হলো চট্টগ্রামের রাওজান উপজেলার কদমপুর গ্রামের মৃত আলহাজ্ব নুর মিঞার ছেলে সোলেমান হায়দার (৪৫) ও মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল গ্রামের মৃত আঃ গণির ছেলে জাহাঙ্গীর। অভিযান চালিয়ে আটক মাদক ব্যবসায়ী সোলেমান হায়দারের নিকট থেকে ১হাজার পিচ ইয়াবা ও জাহাঙ্গীরের নিকট থেকে ৬'৭৬ পিচ ইয়াবাসহ একটি বাটন ফোন উদ্ধার করা হয়।
আটক মাদক ব্যবসায়ীদের গাংনী থানায় হস্তান্তর করে মামলা দায়ের পূর্বক মেহেরপুর জেল হাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে।
[caption id="attachment_12864" align="aligncenter" width="553"] nobodesh 24[/caption]
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত