র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জ*ঙ্গী, সন্ত্রাসী, সংঘব*দ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
ইদানিং পরিলক্ষিত হচ্ছে যে, অটোরিকশা/ইজিবাইকের চালককে অজ্ঞান, হত্যা, মারপিট অথবা দেশীয় ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে বিভিন্ন সময় বিভিন্ন স্থান হতে ছিনতাই চক্রের সদস্যরা অটোরিকশা ও ইজিবাইক ছিনতাই করে নিয়ে যাচ্ছে।
গত ০৯/১২/২০২৩খ্রিঃ মোঃ ধনু মিয়া(৬০), পিতা-মোঃ ফয়জুল, সাং-চিকনিরচর কর্শাকড়িয়াইল, থানা ও জেলা-কিশোরগঞ্জ, র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পে এসে একটি অভিযোগ দায়ের করে যে, গত ০৮/১২/২০২৩খ্রিঃ বিকাল অনুমান ০৪.৩০ ঘটিকার সময় তার ছেলে মোঃ কামরুল ইসলাম(১৩) তার নীজ অটোরিকশা নিয়ে ভাড়ার জন্য কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন সৈয়দ নজরুল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবস্থান করাকালে ৪/৫ জন লোক তার ছেলের কাছে আসিয়া যশোদল মধুনগর যাবে বলে ভাড়া ঠিক করে।
তারপর তার ছেলে কামরুল ইসলাম তাদেরকে নিয়ে মধুনগরের উদ্দেশ্যে যাওয়ার সময় যশোদল কোনাকাটি এলাকায় পৌছালে তার ছেলেকে অটোমিশুক গাড়ী হইতে নামিয়ে এলোপাথারি কিল, ঘুষি, লাথি মারিয়া অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায়। উক্ত অভিযোগের বিষয়টি র্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্প অত্যান্ত গুরুপ্তের সাথে নিয়ে গোয়েন্দা নজরদারী অব্যহত রাখে এবং আসামীদের অবস্থান নিশ্চিত করে র্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি চৌকশ আভিযানিক দল অদ্য ১০ ডিসেম্বর ২০২৩খ্রি. রাত ২.০০ ঘটিকায় অভিযান পরিচালনা করে কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন যশোদল এলাকা হতে অটো ছিনতাইকারী চক্রের সদস্য আসামী ১। মোঃ মুন্না(২২), পিতা-আনোয়ার হোসেন আয়নাল, সাং-যশোদল টেক্সটাইল মিলস্, ২।
মোঃ ফজলু(২২), পিতা-মৃত আঃ হেকিম, সাং-পাক্কার মাথা, ৩। মোঃ হারুন(২৩), পিতা-মোঃ সুরুজ আলী, উভয় সাং-যশোদল পাক্কারমাথা, সর্ব থানা ও জেলা-কিশোরগঞ্জদের’কে ছিনতাই হয়ে যাওয়া অটোরিকশা’সহ গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীরা উক্ত অটোরিকশাটি ছিনতাইয়ের কথা স্বীকার করে। উক্ত ছিনতাইয়ের সাথে জড়িত অন্যান্য ছিনতাইকারীদের গ্রেফতারের জন্য র্যাবের অভিযান অব্যহত আছে।
উক্ত ঘটনা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
[caption id="attachment_12840" align="alignnone" width="486"] rab 14[/caption]
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জ*ঙ্গী, সন্ত্রাসী, সংঘব*দ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
https://nobodesh24.com/চাঞ্চল্যকর-অপহরণ-করে-ধর্/
https://nobodesh24.com/ইদ্রিছ-হত্যা-মামলার-অন্য/
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত