র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জ*ঙ্গী, সন্ত্রাসী, সংঘব*দ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
অদ্য ১০ ডিসেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ আনুমানিক মাঝ রাত ০০:৩০ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার নগরকান্দা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ফরিদপুর জেলার সালথা থানার মামলা নং-০১, তারিখ- ০৩/১১/২০২৩ ইং, ধারা-নারী ও শিশু নি*র্যাতন দমন আইন ২০০০(সং/২০০৩) এর ৭/৯(১); অপহরণ করতঃ ধর্ষণ মামলার এজাহার নামীয় পলাতক প্রধান আসামি ধ*র্ষক মোঃ আকমত (৩২), পিতা-মোঃ করিম, সাং-কালাইর, থানা-সালথা, জেলা- ফরিদপুর’কে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার সত্যতা স্বীকার করেছে।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী আকমত ভিকটিম (২৪) এর প্রতিবেশী। প্রতিবেশী হওয়ার সুবাদে আসামী আকমত বেশ কিছুদিন যাবৎ ভিকটিমের চলাফেরা পর্যবেক্ষণ করতে থাক এবং প্রায়ই ভিকটিমকে কু-প্রস্তাব দিত এবং আকমতের কু-প্রস্তাবে রাজি না হলে আকমত ভিকটিমকে তুলে নিয়ে যাবে বলে হুমকি প্রদান করতো। ভিকটিম বিষয়টি তার স্বামীকে জানালে আসামী আকমত ভিকটিমের প্রতি আরো ক্ষিপ্ত হয়ে যায়। এরই ধারাবাহিকতায় গত ০১/১০/২০২৩ ইং তারিখ সকাল অনুমানিক ১০:০০ ঘটিকায় ভিকটিম তার মেয়েকে কাঠিয়ারগট্টি প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথে ফরিদপুর জেলার সালথা থানাধীন কাঠিয়ারগট্টি এলাকাস্থ একটি পাকা রাস্তার উপর পৌঁছালে সেখানে পূর্ব থেকে ওতপেতে থাকা গ্রেফতারকৃত আসামী আকমত ও তার অপর ৪/৫ সহযোগীরা মিলে পূর্বপরিকল্পিতভাবে জোরপূর্বক ভিকটিমকে অপহরণ করে একটি অজ্ঞাতনামা সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে চলে যায়। এরপর ভিকটিমকে ঘোড়াদহ এলাকার একটি বাড়িতে আটকে রেখে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। অতঃপর আসামী আকমত ভিকটিমকে ঢাকায় নিয়ে বিভিন্ন স্থানে আটকে রেখে একাধিকবার তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধ*র্ষণ করে। এ সংক্রাস্তে বিজ্ঞ কোর্টের আদেশে ফরিদপুর জেলার সালথা থানার মামলা নং-০১, তারিখ-০৩/১১/২০২৩ইং, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সং/২০০৩) এর ৭/৯(১) মুলে একটি অপহরণ করে ধ*র্ষণ মামলা রুজু হয়। মামলা রুজুর পর হইতেই ধৃ*ত আসামী আত্মগোপনে চলে যায়।
গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
[caption id="attachment_12836" align="aligncenter" width="666"] র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জ*ঙ্গী, সন্ত্রাসী, সংঘব*দ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।[/caption]
https://nobodesh24.com/ইদ্রিছ-হত্যা-মামলার-অন্য/
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত