সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারিকে গ্রেপ্তার
সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) বেলা পৌনে ২টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নারী মাদক কারবারি হলেন সুনামগঞ্জ সদর থানার আমপাড়া গ্রামের আবুল খায়েরের স্ত্রী অন্তরা সেলি (২৪)। তাঁর বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই পলাশ চৌধুরী দিপন সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় শনিবার সদর থানাধীন ট্রাফিক পয়েন্টসংলগ্ন ঢাকা বিরিয়ানী নামক দোকানের সামনের সড়ক থেকে অন্তরাকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে ১০০ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
সুনামগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১
সুনামগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ২০টি ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে। সুনামগঞ্জ সদর থানা এলাকা থেকে ৯ ডিসেম্বর (শনিবার) রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামির নাম সুমন মিয়া (৩২)।
জেলা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল ৯ ডিসেম্বর রাত ১১টার দিকে সুনামগঞ্জ সদর থানার তেঘরিয়া গ্রামে অভিযান চালিয়ে ২০টি ইয়াবাসহ সুমনকে গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারিকে গ্রেপ্তার