গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার অন্তর্গত এরেন্ডাবাড়ির ইউনিয়নের পাশেই বুলবুলির চরের দক্ষিণ পাশে যমুনা নদীতে ( ভাষান দাগ নামক স্থানে ), আজ মঙ্গলবার তারিখঃ ০৫/১২/২০২৩ আনুমানিক সন্ধ্যা ৬:৩০ মিনিটে ফুলছড়ি থেকে গরুর ব্যাপারীরা গরু বিক্রয় করে বাড়ি আসার পথে উক্ত স্থানে ব্যাপারীরা ডাকাতদের আক্রমণে শিকার হয় । এতে সেখান উভয় পক্ষের সংঘর্ষ হয়। এতে আনুমানিক ব্যাপারীদের মধ্যে ৫ জন গুরুতর আহত হয়েছে।
তাদের কাছে গরু বিক্রয় করার প্রায় আনোমানিক ২০ থেকে ৩০ লক্ষ টাকা এবং দৈনিক বাজার, মোবাইল সহ যাবতীয় মালামাল ডাকাতরা ডাকাতি করে নিয়ে যায়। তাই চর বাসীর পক্ষ থেকে উক্ত ঘটনাটির যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি। যাতে পরবর্তীতে এই রকম ঘটনা আর না ঘটে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৫ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত