মাদক সম্রাট জাকির ওরফে ধুরা জাকিরের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগে থানায় অভিযোগপত্র
বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের বেবাজ ২ নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি জাকিরের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ এনে থানায় অভিযোগপত্র দাখিল করেছেন সাহেবগঞ্জ ৫ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ মনির সরদার। ভুক্তভোগী মোঃ মনির সরদার গণমাধ্যম কর্মীদের জানায়,আমি একজন ব্যবসায়ী,কলসকাঠী ইউনিয়নে ব্যবসা করার কারণে দীর্ঘদিন যাবত জাকির আমার কাছে চাঁদা দাবি করে আসছিলো এবং ব্যবসায়িক কাজে বিভিন্নভাবে বাধা সৃষ্টি করে আসছিলো। ভুক্তভোগী আরো জানায়, আজ সকালে ওয়ান ষ্টার ব্রিকস থেকে সে সাহেবগঞ্জ খেয়াঘাটের দোকানদার মোঃ আলাল হাওলাদারকে তেলের পাওনা ৪০০০০ টাকা পরিশোধ করার উদ্দেশ্য টাকা নিয়ে রওনা দেয়।
সে কলসকাঠী বেবাজ খেয়াঘাট পৌছলে জাকিরসহ অঙ্গাত আরো ৩-৪ জন তার পথরোধ করে এবং এলোপাথাড়ি তাকে কিল-ঘুষি মেরে তার শরীরে পরিহিত জ্যাকেট ছিঁড়ে ফেলে এবং জ্যাকেটের পকেটে থাকা ৪০০০০ টাকা নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় দোকানদার মোঃ বেলাল,মোটরসাইকেল চালক মোঃ কামাল এরা মনিরকে উদ্ধার করে ও স্থানীয় লোকজন তাকে বাকেরগঞ্জ মেডিকেলে চিকিৎসার উদ্দেশ্য নিয়ে আসে। এ ব্যাপারে মেডিকেলে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পরে মোঃ মনির সরদার জাকির সহ আরো অঙ্গাত ৩-৪ জনের নামে অভিযোগপত্র দাখিল করেছেন। স্থানীয় লোকজন নাম প্রকাশে অনিচ্ছুক অনেকের সাথে কথা বলে জানা যায়, সে জাতীয় পার্টির একটি অফিস খুলে সেখানে বসে তার মাদকের রমরমা বানিজ্য চালিয়ে যাচ্ছে এবং সন্ধ্যার পরে সেখানে চলছে ক্যারম জুয়া।
এবং তারা আরো জানায়,সে এর আগেও মোটরসাইকেল চুরি করে ও মাদকের মামলার কারণে এলাকা ছেড়ে দীর্ঘদিন পলাতক ছিল। এখন এলাকায় এসে ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি হওয়ার পর থেকে আগের মতই তার মাদক ও চুরির বানিজ্য শুরু করেছে এবং এতে ক্ষুন্ন হচ্ছে সাবেক জাতীয় পার্টির এমপি বেগম নাসরিন জাহান রতনার নাম। এলাকাবাসী আরো জানায়,এসব কর্মীর কারনেই জাতীয় পার্টির সুনাম ক্ষুন্ন হচ্ছে এবং তার অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী তাকে অবিলম্বে দল থেকে বহিষ্কারেরও দাবি জানায়।