অস্ত্রধারী কুখ্যাত সন্ত্রাসী আব্দুল জব্বার কে অস্ত্র ও গুলিসহ আটক
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে ৩০ নভেম্বর ২০২৩ ইং তারিখে মোঃ আব্দুল জব্বার (৪০), পিতা-মোঃ দসিমুদ্দিন, সাং-খিয়ার মামুদপুর, থানা-বিরামপুর, জেলা-দিনাজপুর কে ০১টি ওয়ান শুটার গান এবং ০২ গুলিসহ দিনাজপুর জেলার বিরামপুর থানাধীন খিয়ার মামুদপুর এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়।
উল্লেখ্য যে, আসামী আব্দুল জব্বার দিনাজপুর জেলার বিরামপুর থানার খিয়ার মামুদপুর এলাকার একজন শীর্ষ চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী। সে এলাকার সাধারণ জনগণকে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে রাখত যেন কেউ তার মাদক ব্যবসা ও চাঁদাবাজীর ব্যাপারে মুখ না খুলে। এছাড়াও অবৈধ অস্ত্রের প্রভাব খাটিয়ে বিরামপুর এলাকার বিভিন্ন মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণ করত বলে জানা যায়।
এমন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-৩ এর একটি অভিযানিক দল ৩০ নভেম্বর ২০২৩ তারিখ ভোর ০৪০০ ঘটিকায় দিনাজপুর জেলার বিরামপুর থানাধীন খিয়ার মামুদপুর এলাকায় আব্দুল জব্বারের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তার শয়ন কক্ষের ড্রেসিং টেবিলের ড্রয়ারে লুকানো অবস্থায় ০১টি ওয়ান শুটার গান এবং ০২ রাউন্ড গুলিসহ তাকে আটক করে