মোটর সাইকেলে অভিনব কায়দায় লুকিয়ে রাখা মাদকসহ ২ জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার
র্যাব প্রতিষ্ঠাকাল থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। জঙ্গি, সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক, হত্যা এবং ধর্ষণ মামলার আসামিসহ সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে ২৮ নভেম্বর ২০২৩ ইং তারিখ ২০০০ ঘটিকায় ঘটিকায় নওগাঁ জেলার বদলগাছি থানাধীন চকতাল এলাকা হতে ১। গাঁজা-১.৯ কেজি, ২। মোবাইল-০১টি, ৩। সীমকার্ড-০৩টি, ৪। মোটর সাইকেল-০১টিসহ মাদক ব্যবসায়ী ক। মোঃ সোহেল রানা (৩৪), পিতা-মৃত শাহজাহান আলী খান, সাং-ঝাড়ঘড়রিয়া, খ। মোঃ রিপন (৩৫), পিতা-মোঃ মোজাহার আলী, সাং-শাহপুর, থানা-বদলগাছী, জেলা-নওগাঁদ্বয় কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী সোহেল রানা চিহ্নিত মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসায়ী সোহেল সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে রিপন এর মাধ্যমে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো।
এই সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের এর গোয়েন্দা দল সোহেল রানা এর গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। অদ্য ২৮-১১-২০২৩ ইং তারিখে গোপন সংবাদের ভিত্তিতে উক্ত আসামীদ্বয়ের মোটর সাইকেলের ছিটের ভিতরে অভিনব কায়দার লুকিয়ে রাখা গাঁজা বহনকালে নওগাঁ জেলার বদলগাছি থানাধীন চকতাল বাজার নামক এলাকা থেকে র্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্প এর একটি আভিযানিক দল তাদেরকে আটক করে। পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে উক্ত আসামিদ্বয়ের কাছে মোটর সাইকেলের ছিটের ভিতরে অভিনব কায়দার লুকিয়ে রাখা ১.৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী নওগাঁ জেলার বদলগাছি থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত