খোকসা কুমারখালি আওয়ামী লীগের নমিনেশন প্রত্যাশী ১২ জন
কুষ্টিয়া জেলার খোকসা কুমারখালী ৭৮/৪ আসনের নমিনেশন প্রত্যাশী 12 জন প্রত্যাশী হিসাবে আওয়ামী লীগের মনোনয়ন ফরম ক্রয় করেছেন ।
খোকসা কুমারখালী আসনে এক নৌকার মাঝি ১২ জনের প্রতিযোগিতায়
১। ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ
২। আব্দুর রউফ,
৩। আব্দুল মান্নান খান,
৪। জাহিদ হোসেন জাফর
৫। সুলতানা তরুণ,
৬। তানিয়া আমীর,
৭। সুফি ফারুক ইবনে আবুবকর,
৮। সদর উদ্দিন খান,
৯। মিজানর রহমান, বিট্টু
১০। অভি চৌধুরী,
১১। সুনীল কুমার চক্রবর্তী,
১২। শাহিনুজ্জামান।