রাজবাড়ী-ঢাকা সড়কে তিনদিন ধরে সরাসরি বাস চলাচল বন্ধ আছে। এতে দুর্ভোগে পড়েছেন ঢাকাগামী পরিবহনে চলাচলকারী যাত্রীরা। আর ফেরি পারাপারে গাড়ি কম থাকায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আয় কমেছে।
বুধবার (৪ অক্টোবর) বেলা ১১টার দিকে বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক তিনি বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক আছে। তবে গাড়ি কম হলে আয়ও কমে যায়। এ ক্ষেত্রে আমাদের কিছুই করার থাকে না।
এ রুটে বর্তমানে ছোট বড় ১২টি ফেরি চলাচল করছে এবং দৌলতদিয়া প্রান্তে কোনো সিরিয়াল নাই। প্রতিটি বাসের ফেরি ভাড়া ২ হাজার ৫২০ টাকা। এছাড়া এখন ২৪ ঘণ্টায় প্রায় ১ হাজার ৮০০ গাড়ি পারাপার হচ্ছে। বন্ধের দিন একটু বাড়ে।
এখন পর্যন্ত বাস চলাচলের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। রাজবাড়ী থেকে ঢাকায় আমাদের ৫৩টি ট্রিপ আসা যাওয়া করতো।
জানা গেছে, ফরিদপুরের গোল্ডেন লাইন পরিবহনের সঙ্গে দ্বন্দ্বের জেরে সোমবার ভোর থেকে রাজবাড়ী-ঢাকা রুটে অনির্দ্দিষ্টকালের জন্য সরাসরি বাস চলাচল বন্ধ আছে। তবে অভ্যন্তরীণ রুট ফরিদপুর-কুষ্টিয়াসহ দেশের অন্য রুটের বাস চলাচল স্বাভাবিক আছে।
রাজবাড়ী বাস মালিক সমিতি সূত্রে জানা গেছে, ফরিদপুরের গোল্ডেন লাইন পরিবহনের দুটি বাস রাজবাড়ী টু ঢাকা রুটে চলাচলের কথা থাকলেও প্রতিদিন চারটির বেশি বাস চলছিল। এর জেরে শুক্রবার রাজবাড়ী বাস মালিক সমিতি থেকে গোল্ডেন লাইনের বাস আটকে যাত্রী নামিয়ে খালি বাস ফেরত পাঠায়। এর পরিপ্রেক্ষিতে ঢাকার গাবতলীতে রাজবাড়ীর বাস ঢোকা বন্ধ করে দেওয়া হয়। যে কারণে সোমবার ভোর থেকে রাজবাড়ী থেকে ঢাকার সরাসরি বাস চলাচল বন্ধ আছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত