সিলেট মেট্রোপলিটন পুলিশের সিআরটি, সাইবার ক্রাইম ও বোম ডিসপোজাল টিমের সমন্বয় কার্যক্রম সংক্রান্ত প্রশিক্ষণকালীন মহড়া অনুষ্ঠিতঃ
অদ্য ১৫.০৫.২০২৪ খ্রিস্টাব্দ তারিখে এসএমপি শাহপরাণ (রহঃ) থানায় সিলেট মেট্রোপলিটন পুলিশের সিআরটি, সাইবার ক্রাইম ও বোম ডিসপোজাল টিমের সমন্বয় কার্যক্রম সংক্রান্ত প্রশিক্ষণকালীন মহড়া অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মান্যবর পুলিশ কমিশনার জনাব মোঃ জাকির হোসেন খান, পিপিএম, মহোদয়, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মোহাঃ সোহেল রেজা পিপিএম-বার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি, কমান্ডার অফ সি.আর.টি এবং বিডিইউ) জনাব শাহরিয়ার আল মামুন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ, অপরাধ) জনাব সুবাস চন্দ্র সাহা, সহকারি পুলিশ কমিশনার

(স্টাফ অফিসার) জনাব মোঃ জায়েদ হাসান, সহকারী পুলিশ কমিশনার জনাব মোঃ শাহজাহান ভূঁঞা, শাহপরাণ (রহঃ) থানা, অফিসার ইনচার্জ, শাহপরাণ (রহঃ) থানা, জনাব মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী, US Instructor জনাব ব্রায়েন,জনাব এন্ডি, জনাব রিচার্ড রোমান, জনাব টিম ডেভিস, BDU এর টিম ইনচার্জ সার্জেন্ট জনাব আবুবক্কর শাওন সহ অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ। এসময় বিভিন্ন ধরনে বিস্ফোরক দিয়ে বিভিন্ন ধরনের ডিভাইসগুলোকে বিস্ফোরনের মাধ্যমে নিস্ক্রিয় করা হয়। উক্ত সমন্বয় কার্যক্রম সংক্রান্ত প্রশিক্ষণকালীন মহড়ায় যৌথভাবে বিভিন্ন অপারেশ কার্যক্রম পরিচালনার প্রশিক্ষণ প্রদান করা হয়।