দৌলতপুর (কুষ্টিয়া) থানা পুলিশ কর্তৃক ওয়ারেন্ট ভুক্ত ০২ (দুই) জন এবং ২০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক ০২ (দুই) জন মোট ০৪ (চার) জন আসামি গ্রেফতার…
শনিবার (৩০ নভেম্বর’২৪ খ্রি.) তারিখে সম্মানিত পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়ের নির্দেশে সহকারী পুলিশ সুপার, মিরপুর সার্কেল, (অতিরিক্ত দ্বায়িত্বে ভেড়ামারা সার্কেল) কুষ্টিয়া এর সার্বক্ষণিক তদারকি ও দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ, দৌলতপুর থানা, কুষ্টিয়ার নেতৃত্বে দুইটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে দৌলতপুর জিআর-৬৭৩/২২ এর ওয়ারেন্টে ভুক্ত আসামী ১। মোঃ ইদবার হোসেন, পিতা-তাজু শাহ, গ্রাম-কামালপুর গোরস্থানপাড়া, ২। সিআর-২২৬/২১ এর ওয়ারেন্টে ভুক্ত আসামী ২। মুন্না আহমেদ, পিতা-আঃ মান্নান ড্রাইভার, সাং-চামনাই
এবং
২০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক আসামী ৩। মোঃ সোহান মন্ডল (২৪), পিতা-রাফেজ মন্ডল, ২। মোঃ নিলয় পারভেজ (২২), পিতা-মোঃ জালাল মন্ডল উভয় গ্রাম-ফারাকপুর ভাঙ্গাপাড়া, সর্ব থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়াদেরকে গ্রেফতার করেন। ৩ ও ৪ নং আসামীর বিরুদ্ধে দৌলতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রুজু করা হয়েছে।