ঝিনাইদহের শৈলকুপাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আধিপত্য বিস্তারে দুই গ্রুপের মাঝে দফায় দফায় সংঘর্ষ ও বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটেছে।
এঘটনায় উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের জেলা ও উপজেলার বিভিন্ন সরকারী-বেসরকারী হাসপাতাল গুলোতে নিয়ে চিকিৎসা প্রদান করা হয়।
রোববার (০৭ এপ্রিল) রাত থেকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের রাণীনগর গ্রামে উভয় গ্রুপের মাঝে দেশীয় অস্ত্র নিয়ে কয়েক দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এ ঘটনায় পরে এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোবাইল ফোন সার্ভিসিংকে কেন্দ্র কথা-কাটাকাটির জের ওই এলাকার মন্ডল ও মোল্লা গ্রুপের লোকজন ঢাল, তরোয়াল, রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হয়। এছাড়াও এলোপাতাড়ি ভাবে কয়েকজনকে মারপিট ও অন্তত দশটি বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটে।
সার্বিক বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিবেশ শান্ত আছে। যে কোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।