শৈলকুপায় সাংবাদিককে মারপিট ও প্রাণনাশের হুমকি
ঝিনাইদহের শৈলকুপায় মাদক বিরোধী অভিযানের সংবাদ প্রকাশ করায় স্থানীয় এক সাংবাদিককে মারপিট করে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের এক নেতার বিরুদ্ধে।
ভুক্তভোগী ওই সাংবাদিকের নাম শেখ ইমন। তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক বাংলা৭১ পত্রিকার শৈলকুপা উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।
এঘটনায় অভিযুক্তের নাম মোস্তাফিজুর রহমান নওরোজ। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি।
এ ঘটনায় বুধবার (২৪ জানুয়ারি) শৈলকুপা থানায় জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি করেছেন সাংবাদিক শেখ ইমন।
জানা যায়, বুধবার উপজেলা পরিষদ কার্যালয়ে সংবাদ সংগ্রহের কাজে যায় সাংবাদিক শেখ ইমন। সেসময় অভিযুক্ত নওরোজের সাথে দেখা হলে সংবাদ প্রকাশ করার জন্য অকথ্য ভাষায় গালিগালাজ করে নওরোজ। একপর্যায়ে উপজেলা পরিষদের দুইতলা থেকে ইমনের জামার কলার ধরে চড়-থাপ্পড় দিয়ে নিচে নামিয়ে নিয়ে এসে মারপিট করতে গেলে স্থানীয়রা তাকে বাঁধা দেয়।
এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক শেখ ইমন জানান, ‘আমি ও আমার পরিবার শঙ্কার মধ্যে আছি। বিষয়টি থানায় অবগত করেছি ও একটি সাধারণ ডায়েরি করেছি। এছাড়া তার বিরুদ্ধে আইনগত যথাযথ ব্যবস্থা নিতে অনুরোধ করেছি।’
এ সকল অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান নওরোজ। তবে তিনি এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।
এ ব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম চৌধুরী জানান, সাংবাদিকদের পেশাগত কাজে বাঁধাদান করা কাম্য নয়। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। খুব দ্রুতই তদন্ত করে দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।