শৈলকুপায় প্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক বিক্রয় প্রতিরোধে সভা
ঝিনাইদহের শৈলকুপাতে রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশনবিহীন এন্টিবায়োটিক বিক্রয় প্রতিরোধে সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জানুয়ারী) উপজেলার শেখপাড়া বাজারের মোল্লা নিউমার্কেটের দ্বিতীয় তলার ক্যাফে চুই ঝাল রেস্টুরেন্টে ঔষধ প্রশাসন ঝিনাইদহ কার্যালয়ের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ অনুসারে রেজিস্ট্রার্ড চিকিৎসকের পরামর্শ ব্যতিত এবং প্রেসক্রিপশন বাদে এন্টিবায়োটিক বিক্রি শাস্তির বিধান এবং এন্টিবায়োটিকের মোড়কে লাল রঙের সনাক্তকরণ বিষয় সম্পর্কে অবহিত করা হয়।
এসময় ঝিনাইদহ ড্রাগিষ্ট এন্ড কেমিস্ট সমিতির সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ মোস্তাকিবুর রহমান ঝন্টুর সভাপতিত্বে ও মো:মুঈদ রহমানের সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঔষধ প্রশাসন ঝিনাইদহ কার্যালয়ের ইন্সপেক্টর অব ড্রাগ মো. একরামুল করিম।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শৈলকুপা ড্রাগিস্ট এন্ড কেমিস্ট সমিতির সভাপতি মলয় কুমার সাহা, সাধারণ সম্পাদক মোঃ বাকী বিল্লাহ, এ এস এম আলফাজ উদ্দিন, মো. কুদরত হোসাইন, মো. ওয়াদুদ মোল্লাসহ আরো অনেকে।