১। র্যাব-১৫, কক্সবাজার দায়িত্বপূর্ণ এলাকার অপরাধ নির্মূলে প্রতিনিয়ত অবদান রেখে চলেছে। দায়িত্বাধীন এলাকা কক্সবাজার ও বান্দরবান জেলায় হত্যা, ধর্ষণ, জঙ্গী, অবৈধ অস্ত্র উদ্ধার, জলদস্যু, ডাকাত, চুরি-ছিনতাই, সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক, অপহরণ ও দেশে বিরাজমান নানাবিধ অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়াও নানাবিধ অপরাধ দমনে যৌথ বাহিনী (সেনাবাহিনী, র্যাব ও পুলিশের সমন্বয়ে) কর্তৃক বিভিন্ন সময়ে যৌথ অভিযান পরিচালনা করছে।
২। গত ২৩ সেপ্টেম্বর ২০২৪ তারিখ কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন ডুলাহাজারা ইউনিয়ন মাইজপাড়া এলাকায় সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালনাকালে লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন’কে ডাকাতরা উপর্যুপরি ছুরিকাঘাত ও গুলিবর্ষণ করে নির্মমভাবে হত্যা করে। উক্ত হত্যাকান্ডে জড়িত আসামীদেরকে আইনের আওতায় আনা ও বিচার কার্যক্রম পরিচালনার নিমিত্তে র্যাব সদর দপ্তরের নির্দেশ মোতাবেক ছায়াতদন্ত শুরু করে র্যাব-১৫ একটি চৌকস আভিযানিক দল। ব্যাপক গোয়েন্দা কার্যক্রম পরিচালনার ফলশ্রুতিতে ইতোমধ্যে কয়েকজন পলাতক ডাকাতদের যৌথ অভিযানের মাধ্যমে গ্রেফতার করা হয়।