স্টাফ রিপোর্টার
অথই নূরুল আমিন,
তিনি নব্বই দশকের মানবতার কবি,
মানবাধিকার কর্মী ও একজন রাষ্ট্রচিন্তক, তিনি বাংলা সাহিত্যচর্চায় সাহিত্যের প্রায় সকল শাখায় লেখালেখি করেছেন তিনি। কবিতা ছড়া গল্প এবং রূপকথার গল্প” অনূআর ঝুলি”
সিরিয়ালের লেখকও তিনি।
এছাড়া রাষ্ট্র উন্নয়ন সমাজ সচেতন মূলক হাজারো কলামের স্রষ্টা এছাড়া অসংখ্য বই রচনা করেছেন, এরই মধ্যে কবির লেখা তেইশটি বই প্রকাশিত হয়েছে। চলতি সপ্তাহে প্রকাশ হচ্ছে। গদ্য প্রবন্ধের বই ” আমার যুদ্ধ কলমে ” এছাড়া তিনি অসংখ্য জাতীয় দৈনিক ও অনলাইন পত্রিকার উপদেষ্টা ও পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করছেন। এগারোটি সামাজিক ও সাহিত্য সংগঠনের উপদেষ্টা পদে আছেন।
দীর্ঘ বত্রিশ বছর ধরে সুনামের সাহিত্য নিয়ে লেখালেখি করছেন। এদিকে সারাদেশের প্রায় দুইশর বেশি পাঠাগারের তিনি বই উপহার দিয়েছেন। এখানে তিনি শিক্ষা বন্ধু, পাঠাগার বন্ধু, বই বন্ধু উপাধি পেয়েছেন, অসংখ্য সাহিত্য পুরস্কার পেয়েছেন। তিনি রাজধানীর ঢাকা উত্তর সিটির মোহাম্মদপুর এলাকায় বাল্যকাল থেকেই তিনি বসবাস করে আসছেন। এই প্রতিবেদকের সাথে তিনি বলেন, সবকিছুর আগে আমাদের মানুষ হওয়া খুবই জরুরি। তিনি বলেন আখে মানুষ তারপর শিক্ষা তারপর কর্ম।
তিনি বলেন সারাজীবন আমি আমার মতো জীবনযাপন করেছি। আমি নিজে কারো শত্রু নই। কেউ আমার শত্রু নয়। কবির বাসভবন ঢাকার মোহাম্মদপুরে কবির সাথে একান্তে আলাপ হয়।
কবির ৫৬ তম জন্মদিবস ২০ ফেব্রুয়ারি ২০২৫ পালনের জন্য প্রস্ততি চলছে। আমাদের সমাজে যিনি সারাজীবন সমাজ উন্নয়ন এবং শৃংখলা নিয়ে রাজনৈতিক ভুলগুলো নিয়েই তিনি বেশি লেখালেখি করে থাকেন। অনেকেই বলেন অথই নূরুল আমিন বাংলাদেশ ভারত এবং আমেরিকার রাজনৈতিক বিশ্লেষক। ২০২৫ ইংরেজি নববর্ষ উপলক্ষে দেশবাসী ও ঢাকা উত্তর সিটির সর্বস্তরের জনগণকে তিনি শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়েছেন। ঢাকা উত্তর সিটির মেয়র পদে নির্বাচন করবেন মর্মে সকলের দোয়া ছেয়েছেন।
আমাদের পত্রিকার পক্ষ থেকে বাংলাদেশের অন্যতম রাষ্ট্রচিন্তক অথই নূরুল আমিনের জন্য শুভকামনা রইল। ২৭.১২. ২০২৪