ভেড়ামারা (কুষ্টিয়া) থানা পুলিশ কর্তৃক ২,৮৮,০০০ (দুই লক্ষ আটাশি হাজার) শলাকা নকল ব্যান্ডরোল যুক্ত রাসনা বিড়ি সহ ০১ (এক) জন আসামী গ্রেফতার…
শনিবার (১৬ নভেম্বর’২৪ খ্রি.) তারিখে সম্মানিত পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়ের নির্দেশে সহকারী পুলিশ সুপার, মিরপুর সার্কেল, (অতিরিক্ত দ্বায়িত্বে ভেড়ামারা সার্কেল) কুষ্টিয়া এর সার্বক্ষণিক তদারকি ও দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ, ভেড়ামারা থানা, কুষ্টিয়া’র সার্বিক তত্ত্বাবধানে ভেড়ামারা থানার একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে ২,৮৮,০০০ (দুই লক্ষ আটাশি হাজার) শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত রাসনা বিড়িসহ আসামী ১। মোঃ ইজাজ উদ্দিন (৫৫), পিতা-মৃত আমজাদ প্রামানিক, গ্রাম-গোলাপনগর বাজারপাড়া, থানা-ভেড়ামারা, জেলা-কুষ্টিয়াকে গ্রেফতার করেন। উক্ত আসামীর বিরুদ্ধে ভেড়ামারা থানার মামলা নং-১২, তারিখ-১৫/১১/২০২৪ খ্রিঃ ধারা-25A(b) The Special Powers Act, 1974 রুজু করা হয়েছে।