মনোয়ার হোসেন সেলিম
নীলফামারী জেলা প্রতিনিধি
বাংলাদেশ বঙ্গবন্ধু ওয়েলফেয়ার সোসাইটি ঢাকা মহানগর কমিটির সম্মানিত সভাপতি আবু সেলিম মাহমুদ হাসান লিটন ও সাধারণ সম্পাদক জনাব , এস এম সালমান শাহ কমিটির সকল নেতৃবৃন্দ ও সকল সদস্য ভাই ও বন্ধু এবং দেশবাসী প্রবাসী বাংলাদেশি সবাইকে পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
তাহারা জানান , সকল ভেদাভেদ ভুলে একে অপরকে বুকে জড়ানোর দিন, সাম্য, সৌহার্দ্য, ভালোবাসা, মিলনের দিন পবিত্র ঈদ-উল আযহা । ‘পবিত্র ঈদুল আযহা কুরবানীর মাধ্যমে আত্মশুদ্ধির প্রেরণা নিয়ে আমাদের মাঝে সমাগত। এই ঈদ শুধুমাত্র চেতনাকেই উজ্জীবিত করেনা সেইসাথে সমাজে অনৈক্য ভুলে গিয়ে পরস্পরের ভ্রাতৃত্ব ও সম্প্রীতি বন্ধনকে আরো মজবুত করে।’
১ আল্লাহর খুশির জন্য কুরবানী উদ্দেশে ঈদ উল আযহা সবার মাঝে আনন্দ বয়ে আনবে বলে তিনি প্রত্যাশা করেন।
ওনারা জানান, ঈদের নামাজ শেষে আল্লাহর খুশির করার লক্ষে সবাই কুরবানী করবো ইনশাআল্লাহ।
ঈদ অঙ্গীকারেরও উৎসব। আত্মিক পরিশুদ্ধির ফলে দূর হয়ে যাবে সব সংকীর্ণতা ও ভেদাভেদ অন্যায়, অবিচার, ঘৃণা, বিদ্বেষ, হিংসা, হানাহানি-মানুষের সব নেতিবাচক প্রবণতার রাশ টেনে ধরবে ঈদ।
ঈদে মধ্যে আছে শান্তি ও ভালোবাসা। পরস্পরের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী হয়ে ওঠার এক মহান উপলক্ষ ঈদ। ঈদ আগমনী সুরে বেজে চলেছে মানুষে মানুষে মিলনের এই আকুতি। তাই মুসলমান সম্প্রদায়ের মানুষ সব ধর্ম-বর্ণ গোত্রের প্রতিবেশীদের নিয়ে তাদের সবচেয়ে বড় উৎসব বরণের জন্য প্রস্তুত।
ঈদ উৎসব উদযাপনের জন্য বিপুল সংখ্যক কর্মজীবী মানুষ ইতিমধ্যে রাজধানী ঢাকা ও অন্যান্য বড় শহর থেকে পরিবার-পরিজনসহ গ্রামের বাড়ি যান। নাড়ির টানে বাড়ি ফিরে পরিবারের সবাই মিলে আনন্দ উল্লাস করে ঈদ উদযাপন করেন। ঈদ শেষে সবাই আবার ফিরবে নিজ কর্মস্থলে। তাই সবার জীবনে ঈদ নিয়ে আসুক সুখ, শান্তি, সমৃদ্ধি, ভালোবাসা ও প্রেম। সবার চলার পথ হোক নিরাপদ।
ভালো থাকুন এবং সুরক্ষিত থাকুন, বঙ্গবন্ধু ওয়েলফেয়ার সোসাইটি ঢাকা মহানগর
কমিটির পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন।
সবাই কে আবারও
ঈদ মোবারক।