১। র্যাব-৬, খুলনার প্রতিষ্ঠালগ্ন থেকেই সমাজের বিভিন্ন অপরাধ নির্মূলে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। নিয়মিত আভিযানিক ও গোয়েন্দা কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় বিশেষ দিনগুলোতে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরনের পাশাপাশি র্যাব বিভিন্ন অপরাধ প্রতিরোধে বিশেষ নিরাপত্তা ও অতিরিক্ত জনবল মোতায়েনসহ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে থাকে। বিশেষ করে ঈদ এবং বিভিন্ন পূজার সময়ে কিছু কিছু অপরাধী চক্র সক্রিয় হয়ে ওঠে। যার ফলে এসব বিশেষ দিনগুলোতে সাধারণ জনগণের নিরাপত্তার শঙ্কা দেখা দেয়। ঈদ এর সময় শহরাঞ্চলে চুরি, ডাকাতি, ছিনতাই সহ অন্যান্য অপরাধ এর প্রবণতা বেড়ে যায়। এছাড়াও পবিত্র ঈদ-উল-আযহার আগে গরুর হাট গুলোতে ক্রেতা ও বিক্রেতারা শয়তানের নিশ্বাস, অজ্ঞান পার্টি, ছিনতাইকারী, জালনোট ব্যবসায়ী, চাঁদাবাজ ইত্যাদি অপরাধ চক্রের ফাঁদে পরে সর্বস্বান্ত হয়ে যায়।
২। এরই প্রেক্ষিতে, সাধারণ মানুষ ও গরু বিক্রেতারা যেন গরুর হাট সমূহে নিশ্চিন্তে ও স্বাছন্দ্যে ক্রয় বিক্রয় করতে পারে সে বিষয়টি নিশ্চিত করতে র্যাব-৬, তার দায়িত্বপূর্ন প্রতিটি জেলায় অতিরিক্ত টহল ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েনের পাশাপাশি সাদা পোশাকে নজরদারী বৃদ্ধি করেছে। এরই পাশাপাশি র্যাবের প্রতিটি টহল টীম এর সাথে উন্নত প্রযুক্তির জাল টাকা সনাক্তকারী ডিভাইস রয়েছে যার মাধ্যমে ক্রেতা, বিক্রেতা সহ অন্যান্য যে কেউ যেকোন সময় জাল টাকা সনাক্ত করার জন্য সহায়তা নিতে পারবে। হাট বাজারসহ শহরাঞ্চল গুলোতে ডাকাত, ছিনতাইকারী ও অজ্ঞান পার্টির অপরাধ ঠেকাতে র্যাব-৬, এর টহল টিমসহ একটি স্পেশালাইজড টীম সার্বক্ষণিক। সক্রিয় রয়েছে যারা যেকোন ধরনের অপরাধ ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। যেকোন ধরনের অপরাধ বা ভোগান্তির তথ্য যেন দ্রুত র্যাবের নিকট পৌঁছাতে পারে বা জনসাধারণ দ্রুত র্যাবের সাথে যোগাযোগ করতে পারে সেজন্যে একটি বিশেষ কন্ট্রোল রুমের ব্যবস্থাসহ ডিজিটাল মনিটরিং এর ব্যবস্থা করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত