মনোয়ার হোসেন সেলিম
নীলফামারী জেলা প্রতিনিধি
পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে কুরবানি উদ্দেশ্য মহান আল্লাহর তাআলা কে খুশি করার লক্ষে নীলফামারী জেলার ডিমলা উপজেলার বিভিন্ন স্হানে গরু ছাগল বেচাকেনার বড্ড ভীর জমে উঠেছে।
গত কয়েকদিন ধরে ডিমলা বাবুরহাট, নাউতারা বাজার, ডাঙ্গারহাট, চাপানী বাজার, কলেনী বাজার, খোগারহাট, টুনিরহাট ও শুটিবাড়ী বাজারে গরু ছাগল বেচাকেনার বড্ড ভীর জমে উঠেছে সাধারণ মানুষের মধ্যে।
সামনে পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে কুরবানি উদ্দেশ্য গরু ছাগল বেচাকেনার করতে সাধারণ জনতার প্রচুর ভীর জমেছে।
বাজারগুলো তে দেশী গরু, বিদেশী গরু, সাইবল, হাড়, ক্রোশ গরু তাছাড়া ছাগল, ভেরা ও বিভিন্ন গরু ছাগল হাট গুলোতে উঠেছে।
হাট বাজার টিকাদার কমিটির মাধ্যমে সর্বত্র নিরাপত্তা মধ্যে দিয়ে গরু ছাগল বেচাকেনা ও রশিদ আদায় সহ সমস্ত কার্যক্রম সঠিক ভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে।
ক্রেতা ও বিক্রেতা দামাদামী মধ্যে দিয়ে টাকা লেনদেন সহ টিকাদের নিকট হতে রশিদ আদায় করেন।
আদায় /রশিদ কারী জানান, সুন্দর ও নিরাপত্তা মধ্যে দিয়ে গরু ছাগল বেচাকেনার ক্রেতা ও বিক্রেতার মধ্যে টাকা লেনদেন করা হচ্ছে।
ক্রেতা ও বিক্রেতা গন বলেন, আমরা সুন্দর পরিবেশে মধ্যে দিয়ে গরু ছাগল বেচাকেনার করতে পারছি কোন প্রকার সমস্যা হচ্ছে না।
আমরা আশা করি সামনে পবিত্র ঈদ-উল আযহা ঈদের নামাজ শেষে আল্লার উদ্দেশে কুরবানী দিতে পারবো ইনশাআল্লাহ।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত