ভিক্টর বিশ্বাস চিতা স্টাফ রিপোর্টার
জীবনে চলার পথে যারা আপনার প্রতি সদয় ছিল না, তাদের ওপর অসন্তোষ পুষে রাখবেন না। কারণ, আপনার বাবা-মা ছাড়া, আপনার প্রতি সুবিচার করা কারো দায়িত্বের মধ্যে পড়ে না। আর যারা আপনার সাথে ভালো ব্যবহার করেছে, আপনার উচিত সেটার সঠিক মূল্যায়ন করা এবং কৃতজ্ঞ থাকা। তবে আপনি সতর্ক থাকবেন...মানুষের প্রতিটি পদক্ষেপের পিছনে উদ্দেশ্য থাকে। একজন মানুষ আজ আপনার সাথে ভালো, তার মানে এই নয় যে সে সবসময়ই তাই থাকবে। কাজেই খুব দ্রুত কাউকে প্রকৃত বন্ধু ভেবে বসবেন না।
জীবনে কিছুই কিংবা কেউই "অপরিহার্য" নয়, যা আপনার পেতেই হবে। একবার যখন আপনি এই কথার গভীরতা উপলব্ধি করতে পারবেন, তখন জীবনের পথচলা অনেক সহজ হবে - বিশেষ করে যখন বহুল আকাঙ্ক্ষিত কিছু হারাবেন, কিংবা তথাকথিত আপনজনদের বিপদের দিনে পাশে পাবেন না।
প্রেম একটি ক্ষণস্থায়ী অনুভূতি ছাড়া আর কিছুই নয়। মানুষের মেজাজ আর সময়ের সাথে সাথে এই অনুভূতি বিবর্ণ হয়। যদি আপনার কাছের মানুষটি আপনাকে ছেড়ে চলে যায়, ধৈর্য ধরুন, সময় আপনার সব ব্যথা-বেদনা ধুয়েমুছে দেবে। কখনো প্রেম-ভালোবাসার মাধুর্য নিয়ে বাড়াবাড়ি করবেন না, আবার ভালোবাসার মানুষকে হারিয়ে বিষণ্ণতায়ও ডুবে যাবেন না। যতদূর সম্ভব নির্লিপ্ত থাকুন, জীবনে অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না।
তাহলে কি সত্যিকারের ভালোবাসা বলতে কিছুই নেই? আছে, তবে সেটা দুর্লভ বস্তু, সবার ভাগ্যে জোটে না। যদি আপনি তার সন্ধান পেয়ে থাকেন, আগলে রাখুন। তবে সাবধান! বেশিরভাগ মানুষ সস্তা প্রেমকে সত্যিকারের ভালোবাসা ভেবে ভুল করে।
অনেক সফল লোক আছে যারা উচ্চশিক্ষিত নয়, এর অর্থ এই নয় যে আপনিও কঠোর পরিশ্রম বা শিক্ষা অর্জন ছাড়াই সফল হতে পারবেন! কেউ ছেঁড়া কাঁথায় শুয়ে কোটিপতি হতেই পারে, তবে এজন্য তাকে অবশ্যই পরিশ্রম করতে হবে।
আপনি আপনার কথার মর্যাদা রাখবেন, কিন্তু অন্যদের কাছে তা আশা করবেন না। আপনি মানুষের সাথে ভালো আচরণ করবেন, তবে অন্যরাও আপনার সাথে ভালো ব্যবহার করবে তা প্রত্যাশা করবেন না। যদি আপনি আমার কথার অর্থ বুঝতে না পারেন, তবে শুধু অপ্রয়োজনীয় যন্ত্রণাই পাবেন।
জীবনে পদ বা সম্মানের জন্য লালায়িত হবেন না। উৎকর্ষতা অর্জন করুন, সাফল্য এমনিতেই ধরা দেবে। মনে রাখবেন জীবন অনেকটা মেয়েদের মতো, আপনি তার বিষয়ে যত বেশি নির্মোহ হবেন, সে আপনাকে তত ওপরে স্থান দেবে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত