মোহাম্মদ ঃ আতিকুল্লাহ চৌধুরী চট্টগ্রাম রাউজান।
বেওয়ারিশ সেবা ফাউন্ডেশন বাংলাদেশ এর মাসিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তৃব্যে বেওয়ারিশ সেবা ফাউন্ডেশন এর চেয়ারম্যান জনাব আনোয়ার হেসেন বলেন :
সম্মানিত ভাই ও বোনেরা আমি এক থেকে দুই মিনিটের মধ্য আমার কথা বলা শেষ করব
আপনারা দয়া করে আমার এই কথা গুলা যারা শুনতেছেন নিজেদের আমল করার চেষ্টা করবেন এবং অন্যদের মধ্য আমল করার জন্য বলবেন।
আমরা বেওয়ারিশ এবং অসহায় মানুষদের জন্য কাজ করি। কিন্তু আমাদের গ্রামে বা প্রাবাদ বাক্যে আছে, যে যেই ধর্মের হোক না কেন তাকে ধর্মীয় জ্ঞান থাকতে হবে – ধর্মের পথে চলতে হবে, কিন্তু ধর্মের পথে চলতে গেলে, ধর্মের পথে থাকতে হলে
সামাজিক ভাবে যেহেতু আমরা মানুষ – আমাদের কে ব্যাক্তি কেন্দ্রিক, পরিবার কেন্দ্রিক, সমাজ কেন্দিক বসবাস করতে হবে, তাই আপনারা যারা বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের সাথে জড়িত হয়েছেন এবং বা অনেকে হবেন একটি মাএ উধারত্ব আহব্বান। আগে আপনি যদি ছাএ হন তাহলে আপনার লেখাপড়া, কর্মী হলে আপনার কর্ম, চাকরিজীবি হলে আপনার চাকরী, অর্থাৎ আপনার ঘর সম্পন্ন না করে বেওয়ারিশ নয় শুধু যে কোন কাজ করলে প্রশ্নবৃদ্ধ হবেন। আপনার ঘরের খবর নাই আমরা বাইরে লাফালাফি করি কোন লাভ নাই- আপনার ঘরে মোমবাতি নাই, আপনি
মসজিদে ইলেক্ট্রিকের লাইট দান করলে কোন কাৃ হবে না। প্রথম কাজ হচ্ছে আপনার পরিবার, মা- বাবা ভাই বোন স্তীরি সন্তান তাদের হক আদায় করতে হবে, নিজে হক আদায় করবেন অর্থাৎ নিজের দেহকে সুস্থ রাখবেন এবং নিজের শারীরিক গঠন ঠিক রাখবেন তারপর আপনি যাবেন বেওয়ারিশ অসহায় মানুষের কল্যাণে, শুধু বেওয়ারিশ হাসপাতাল না যে কোন মানুষের কল্যাণে কাজ করবেন, তাহলে প্রথম কথা হচ্ছে যে আগে নিজেকে নিয়ে চিন্তা করব তারপর দুনিয়াবি মানবতার কল্যাণে কাজ করব – আপনাদের প্রতি আমার প্রথম শর্ত হচ্ছে যে প্রতিদিন বা যতদিন দুনিয়ায় বেঁচে থাকবেন দৈনিক একটি হলেও ভালো কাজ করবেন, কী ভালো কাজ? রাস্তায় এজটা ভিক্ষুক আছে তাকে রাস্তা পার করে দিবেন, যদি বাইরে কোন কাজ তাহলে অন্তত ঘরে গিয়ে নিজের মা – বাবা কে হেল্প করবেন যেমন মাকে বলবেন মা আপনি বসুন আপনার মাথার চুল আঁচরিয়ে দিই,বাবাকে বলবেন বাবা আপনি আপনার শার্ট টা খুলেন আমি ধুয়ে দিই।অর্থাৎ দৈনিক একটি ভালো কাজ করতে হবে।ভালো করতে টাকা পয়সা লাগেনা, ভালো কাজ নিজের ঘর থেকে শুরু করতে হবে, যেমন আপনার সন্তান কে স্কুলে নিয়ে যাওয়া প্রতিদিন সে একা স্কুলে যাই আপনি মাসে একদিন হলেও তাকে নিয়ে যান এটাও ভালো কাজ তিনি বলেন দ্বিতীয় কথা হচ্ছে যে প্রতিদিন আমরা একটি ভালো কাজ করব। এবং আমরা প্রত্যেকে যারা চাকরিজীবী ব্যাবসায়ী আছি, বা ছাএ আছি মাসে একদিনের ইনকামের টাকা আমরা বাইরের লোক না পাই, আমাদের আত্বীয় স্বজন যদি অসহায় থাকে তাদের কে দান করব,যদি ছাএ হই আমরাও সপ্তাহে বা মাসে যে কোন সময় অসহায় ছাএদের সেবা করব। আপনারা যারা বেওয়ারিশ ফাউন্ডেশন এর সাথে জড়িত আছেন আপনাদের কে নিয়ে অনেকেই যারা কোন সমাজে ভালো কাজ করে না তারা সমালোচনা করবে।আজকে থেকে শফথ নিবেন কে কী বলছে? কে কী সমালোচনা করছে সেটা আমার আপনার জানার বিষয় না। আমার কাজ হবে আল্লাহর জন্য যিনি আমাকে সৃষ্টি করেছেন তার সন্টুষ্ঠির জন্য আমরা মানবিক কাজ করি। এছাড়া তিনি বলেন আমি একজন সফল ব্যাবসায়ী এতে তিনি তার সংক্ষিপ্ত জীবনি সহ কীভাবে সফলতা লাভ করেছেন এসব বিষয় তুলে ধরে তিনি আরো বলেন আপনারা আপনাদের সন্তান কে মানুষ হিসেবে গড়ে তুলার চেষ্টা করবেন চারটি জিনিস কে ফলো করে আজ প্রতিষ্ঠিত হয়েছি এক নাম্বার হচ্ছে যে আপনাকে পরিশ্রমী হতে হবে,পরিশ্রমের বিকল্প কিছু নাই। যেমন আমি ফজরের নামাজ এর পর থেকে রাত একটা পর্যন্ত ঘুমাই না, ঘুমাই কখন গাড়িতে চলন্ত অবস্থায় অফিসের টেবিলে, কিন্ত কর্মটা হলো আমার ধর্ম। ধর্ম আপনার কর্মের মধ্যে চলে আসবে। তাই আপনি যতবেশী শ্রম দিবেন যতবেশী পারিশ্রমিক হবেন। আজকে থেকে আপনারা শপত নিবেন আপনারা পরিশ্রমি হবেন। দ্বিতীয় টা হচ্ছে শততা, শততা সর্ব উৎকৃষ্ট পন্তা যেই ব্যাক্তি সৎ হবে তার জন্য আল্লাহর আরশ থেকে স্বর্ণ মুদ্রা, রুপা,টাকার মুদ্রা এগুলো নাজিল হবে রহমত শরুপ । আর রহমত যার কাছে আছে সেই পৃথিবীর সর্ব শ্রেষ্ঠ ধনি। তিন নাম্বার হচ্ছে আমাদের ব্যাবহার
এই যে আমাদের ১টা মুখ দুইটা ঠোঁট এটা দিয়ে আমরা সব করি এটা দিয়ে আমরা মধু ও খেয়েছি মদ ও খাই, এই মুখের ব্যাবহার যার যত সুন্দর হবে তার বন্ধুত্ব তত বাড়বে, তার সম্পদ তত বাড়বে,তার জিবনের উন্নতি ততবেশী সুন্দর হবে।যতবেশী ভালো কথা এই মুখ দিয়ে বের করবেন,যে যেই ধর্মের হোক না ধর্মীয় কথা যতবেশী বলবেন তত আপনার জিবন উন্নতি হবে – সব ভালো যার শেষ ভালো তার চার নাম্বার কথা হচ্ছে যে আপনার লক্ষ্য উদ্দ্যেশ্য ঠিক করতে হবে, কোথায় ছিলেন, বর্তমানে কোথায় আছেন, আর যাবেন কোথায় এই যে চার টা কথা লক্ষ উদ্দ্যেশ্য যার যত এস্টং সে ততদূর এগিয়ে যাবে। যদি লক্ষ উদ্দ্যেশ্য যদি ঠিক না করেন তাহলে আপনার চারপাশেই গোল চক্করে ঘুরতে হবে আপনি আসমানে যেতে পারবেন না। তাই আপনারা আমার চার কথা স্বরণ রাখবেন এক. পরিশ্রম দুই শততা, তিন ব্যাবহার,চার লক্ষ উদ্দ্যেশ্য আপনাদের জিবন অবশ্যাই সাফল্য মণ্ডিত হবে। এছাড়া ও সকলের উদ্দ্যেশ্য ফাউন্ডেশন নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা মূলক বক্তৃব্য প্রাধান করেন তার এই গুরুত্বপূর্ণ আলোচনা সকলে জোরে করতালি দেন। বেওয়ারিশ সেবা ফাউন্ডেশন এর মাসিক সাধারণ সভা বাংলাদেশের একমাএ সর্ব প্রথম প্রতিষ্ঠিতি বেওয়ারিশ চিকিৎসা ও পূণর্বাসন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।